এমন অনেকেই আছেন যারা apple account খুলতে পারছেন না আবার এটা ছাড়া কোন apple device পুরোপুরি চালানো সম্ভব না। তাহলে কিভাবে খুলবেন apple account. তাই আপনাদের জন্য আজকের পোস্টে খুব সহজে apple id খোলার নিয়ম নিয়ে হাজির হলাম। তাহলে চলুন এখনই একটা apple id তৈরী করে ফেলি।

Apple Account খোলার নিয়ম - FaraziTel



Apple Account কি এবং কেন খুলবেন?

যে কোন ডিভাইসে ইন্টারনেট সুবিধা ভোগ করতে আমরা সাধারনত জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। তবে একটু খেয়াল করলেই দেখবেন প্রত্যেকটি ব্রান্ডেড ডিভাইসে জিমেইল এর পাশাপাশি তাদের নিজস্ব একটি অ্যাকাউন্ট ব্যবহারের অপশন থাকে। যেমন mi account, vivo account, samsung account ইত্যাদি। কেউ কেউ এগুলো ব্যবহার করলেও অনেকেই করে না কারন এসব ডিভাইসে জিমেইল ব্যবহার করা যায়।

কিন্তু অ্যাপল তাদের ডিভাইসে জিমেইল ব্যবহারের অনুমতি দেয় না মানে গুগল সাপোর্ট করে না। অ্যাপল এর iphones, ipoads, ipods ইত্যাদি ডিভাইসে তাদের বিভিন্ন সার্ভিস ব্যবহার করার জন্য যে অ্যাকাউন্ট ব্যবহার করতে হয় সেটি হল apple account.

অ্যাপল ডিভাইসে অ্যাপল অ্যাকাউন্ট ব্যবহার করলে অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়।

app store থেকে ফ্রি ও পেইড অ্যাপগুলো ডাউনলোড করা যায়। তবে শুধু পেইড অ্যাপের জন্য টাকা দিতে হবে।

icloud, itunes, imessage ইত্যাদি সার্ভিস ব্যবহার করা যায়।

প্রতিটি অ্যাপল অ্যাকাউন্টের সাথে ৫জিবি অনলাইন স্টোরেজ ফ্রি পাওয়া যায়, যেখানে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও, ফাইল, ডকুমেন্টস ইত্যাদি জমা রাখা যায়। ফলে কখনওই এসব ফাইল মুছে যাবার বা হারাবার ভয় থাকে না।

ডিভাইসের প্রয়োজনীয় তথ্য যেমন কন্টাক্টস, সেটিংস, অ্যাপস, পাসওয়ার্ড ইত্যাদির ব্যাকআপ রাখা যায়।

ডিভাইসটি হারিয়ে গেলে পুনরায় ফিরে পেতে সাহায্য করে।


কিভাবে অ্যাপল অ্যাকাউন্ট খুলবেন

Apple account খোলা খুবই সহজ তবুও অনেককেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সামান্য কিছু ভুলের কারনে আমরা অ্যাপল অ্যাকাউন্ট খুলতে ব্যার্থ হই। সব ভুলগুলো সুধরিয়ে সমস্যাগুলো পেরিয়ে কিভাবে খুব সহজে একটি অ্যাপল অ্যাকাউন্ট খুলতে হয় তা নিচের নিয়ম থেকে ভালভাবে জানা যাবে।

অ্যাপল অ্যাকাউন্ট খুলতে দুটো জিনিসের দরকার হবে। তা হল

১। জিমেইল আইড: প্রথমে একটি পূর্ণ জিমেইল অ্যাকাউন্ট লাগবে। যদি না থাকে তাহলে এখান থেকে একটি gmail id তৈরী করে নিন। জিমেইলটা কোন ফোনে লগইন থাকতে হবে।

২। ফোন নম্বর: নিরাপত্তার জন্য একটি রানিং ফোন নম্বর লাগবে। অবশ্যই এটা সবার কাছেই আছে।

এরপর যেকোনো ডিভাইস দিয়ে ব্রাউজারে গিয়ে গুগলে create apple id লিখে সার্চ করতে হবে। সেখান থেকে অ্যাপল এর অফিসিয়াল সাইনআপ পেজে ঢুকতে হবে। অথবা এখানে ক্লিক করে বা কপি করে ব্রাউজারে সার্চ দিয়প সরাসরি অ্যাপল এর সাইনআপ পেজ এ যেতে পারেন

অ্যাপল অ্যাকাউন্ট খোলার নিয়ম

উপরের ধাপগুলো শেষ করলে অ্যাপল এর সাইনআপ পেজ সামনে আসবে। এখানে নিচের ছবির মত একটি ফর্ম পাব যেটাকে সঠিকভাবে পূরণ করতে হবে। ফিলআপ করার জন্য নিচের বিষয় গুলো ভালভাবে ফলো করতে হবে।

কিভাবে অ্যাপল অ্যাকাউন্ট খুলবেন - FaraziTel



First Name: এখানে নামের প্রথম অংশ লিখতে হবে। যেমন নাম Shorbot Khan হলে এই জায়গায় Shorbot দিতে হবে।

Last Name: এবার নামের শেষ অংশ লিখতে হবে। যেমন নাম Shorbot Khan হলে এই জায়গায় Khan দিতে হবে।

Country / Region: বোঝাই যাচ্ছে এবার দেশের নাম বসাতে হবে। ডিফল্ট হিসেবে United States থাকবে। এটা পরিবর্তন করে আপনি যে দেশে থাকেন সে দেশের নাম বসাতে হবে।

Birthday: মাসের ঘরে মাস, দিনের ঘরে তারিখ, বছরের ঘরে সাল লিখে এই স্থানটি পূরণ করতে হবে।

Email: name@example.com এর জায়গায় পূর্বের নির্ধারিত জিমেইল অ্যাকাউন্ট বসাতে হবে।

Password: এখানে একটু বেশি সচেতন থাকবেন। সর্বনিম্ন ৮ এবং সর্বোচ্চ ২০ সংখ্যা দিয়ে পাসওয়ার্ড বানাত হবে। এখানে নাম ব্যবহার করা যাবে না। ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর ও নম্বর বা অংক মিলিয়ে ৮ থেকে ২০ সংখ্যার মধ্যে একটা পাসওয়ার্ড বানিয়ে দিতে হবে। ভুলে যাওয়ার ভয় থাকলে password খাতায় লিখে রাখতে হবে।

Confirm Password: উপরের বানানো পাসওয়ার্ড এখানে পুনরায় লিখতে হবে।

Country: এটা ফোন নম্বর কোডের জন্য। এখানেও আগের মত নিজ দেশের নাম সিলেক্ট করতে হবে।

Phone Number: এখানে একটি চলতি ফোন নম্বর দিতে হবে যেখানে একটি কোড আসবে। তাই এই নম্বর সহ ফোনটি কাছে থাকা আবশ্যক।

Verify With: এ জায়গায় text message এ টিক দিতে হবে যাতে ভেরিফাই করার কোডটি মেসেজ আকারে আসে।

পরের ধাপটি টারমস এন্ড কন্ডিশন সাধারনত টিক দেয়া থাকে। না থাকলে টিক দিয়ে দিতে হবে।

এরপর আপনি মানুষ না রোবট যাচাই করার জন্য একটি ক্যাপচা টাইপ করা লাগবে। ছবি আকারে যা লেখা থাকবে সেটা বক্সে টাইপ করতে হবে।

এবার ফর্মটি একরার  ভালভাবে চেক করতে। সবকিছু ঠিক থাকলে নিচের confirm বাটনে ক্লিক করতে হবে।

নতুন একটি পেজ আসবে যেখানে আপনার ইমেইলটি থাকবে এবং কোড বসানোর জন্য একটি বক্স থাকবে। নিচের ছবির মত।

অ্যাপল অ্যাকাউন্ট খোলার নিয়ম FaraziTel


এবার আপনার জিমেইল অ্যাপস ওপেন করে সেখানে পাঠানো কোডটি এই ফাকা বক্সে বসাতে হবে। তারপর next বাটনে ক্লিক করতে হবে।

আবারও একটি নতুন পেজে সাবমিট করা মোবাইল নম্বর থাকবে এবং কোড বসানোর জন্য একটি বক্স থাকবে। মোবাইলে একটি মেসেজ যাবে সেখান থেকে কোডটি এই বক্সে বসিয়ে next চাপলে অ্যাপল অ্যাকাউন্ট খোলার কাজ শেষ। এখন অ্যাপল অ্যাকাউন্টের সব ফিচারগুলো দেখতে পাবেন। পরে যেকোন অ্যাপল ডিভাইসে এই আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

আশা করি এখন খুব সহজেই অ্যাপল অ্যাকাউন্ট খুলতে পারবেন। কোন সমস্যা মনে করলে অবশ্যই কমেন্ট করতে পারেন।

Previous Post Next Post