Symphony i10 অটো অফ-অন-অফ সমস্যার সমাধান

সিম্ফনি i10 বহুল প্রচলিত একটি মোবাইল ফোন। অন্যান্য ফোনের মত এই ফোনের একটি কমন সমস্যা হল অটো অন-অফ হওয়া। আজ আমার কাছে এরকম একটা ফোন এসেছিল। আমার আগে আরও দুতিনজন টেকনিশিয়ান ফোনটি দেখেছে। তারা ফোনটি ফ্লাশ করেছে তবু সমাধান হয়নি। যাই হোক আমি ফোনটি যেভাবে পেয়েছি এবং যেভাবে কাজটি করেছি সেটা বলি।
আরও পড়ুনঃ
all mtk mobile unlock tool (free)
প্রথমে ফোনটিকে পাওয়ার সাপ্লাই এর সাথে কানেক্ট করি। অটো অন হয়নি। এবার পাওয়ার বাটন প্রেস করি। ফোনটি অন হয়ে লোগো আসে। তার মানে বাটন ঠিক আছে। কয়েক সেকেন্ড পর ফোনটি বন্ধ হয়ে অটোমেটিক অন হয় এবং এভাবেই চলতে থাকে, পুরোপুরি অন হয় না।
এবার ফোনটিতে একটি ভাল ব্যাটারি লাগিয়ে চার্জার কানেক্ট করি। চার্জিং শো করেও একটুপর চার্জিং ইরোর দেখায়। মানে BSI সমস্যা থাকার সম্ভাবনা বশি। আবার আইসি ও খারাপ হতে পারে।
যেহেতু সেটটি আগেই ফ্লাশ করেছে তাই আমি ফোনটি খুলে বিএসআই লাইন চেক করি। লাইন ঠিক আছে। তবে এই লাইনে সংযুক্ত একটা পার্টস দেখতে পাই যেটা না থাকলেও ফোন রান হয়। তাই এটিকে তুলে ফেলি। এবার ব্যাটারী লাগিয়ে চেক দেই।

আলহামদুলিল্লাহ ফোনটা পুরো চালু হয়ে গেছে। চার্জার লাগিয়ে দেখি চার্জ হচ্ছে, আগের মত ইরোর দেখায় না।
তাহলে রিমুভ করা পার্সটি খারাপ ছিল যেটা ফোন রান হতে বাধা দিত আর ফোন অন-অফ হত।
আমি সার্ভিসিং জগতে প্রায় নতুন। যেভাবে কাজ করেছি সেভাবেই বলেছি। ভূল হলে মার্জনা করবেন এবং সঠিক তথ্য কমেন্টে জানাবেন। আর এভাবে কাজটা না হলে কিভাবে করব তাও জানাবেন।
ধন্যবাদ