আপনি যদি শুধু বিজ্ঞাপন দেখে (ptc সাইট থেকে) অনলাইনে আয় করতে চান, তবে Ojooo আপনার জন্য উপযুক্ত। ইন্টারনেটে প্রচুর সাইট রয়েছে যার মাধ্যমে আপনি বিজ্ঞাপন দেখে আয় করতে পারেন। কিন্তু তাদের মধ্যে আবার অনেক সাইট আছে যেগুলো ভুয়া/scam, পেমেন্ট দেয় না। তবে Ojooo থেকে অনলাইনে আয় সব থেকে ভাল, কারণ এটি একটি নির্ভরযোগ্য সাইট এবং অর্থ প্রদানে 100% সুরক্ষিত। তাই আপনি এখান থেকে নির্ভয়ে আপনার হাতের মোবাইলটা দিয়ে অনলাইনে ইনকাম শুরু করতে পারেন। নিয়মিত কাজ করলে একটা সময় দৈনিক ৫-১০$ ইনকাম করতে পারবেন। আমি ojooo থেকে পেমেন্ট পাওয়ার পরেই এই পোস্ট করেছি। আগে পুরোটা পড়ুন, বুঝুন তারপর ভাল লাগলে অ্যাকাউন্ট তৈরি করে কাজ শুরু করুন আর সেরা পিটিসি সাইট ojooo থেকে অনলাইনে আয় করুন।

আপনি গুগলে গিয়ে সার্চ করে অথবা এখানে ক্লিক করে Ojooo legit or scamদেখতে পারেন সাইটটি ভাল না খারাপ।


Ojooo.wad কি?


ojooo পিটিসি সাইট থেকে অনলাইনে আয়- Farazitel



Ojooo একটি রাশিয়ার বড় কম্পানি যার অনেকগুলো সাইটের মধ্য একটি হল ojooo wad. Ojooo.wad একটি অনলাইন বিজ্ঞাপন নেটওয়ার্ক ওয়েবসাইট। এটি একটি ptc (paid to click) ওয়েবসাইট, যা সদস্যদের বিজ্ঞাপন দেখানোর বিনিময়ে অর্থ প্রদান করে থাকে। এই ওয়েবসাইটটি ২০১৩ সাল থেকে সদস্যদের নিয়মিত পেমেন্ট করে নিজের খ্যাতি অর্জন করেছে। আপনিও Ojooo ব্যবহার করে খুব সহজেই অনলাইনে আয় করতে পারেন।


কিভাবে ojooo থেকে অনলাইনে আয় করবেন?

add দেখেঃ লগইন করার পর মেনুতে যেখানে paid to click লেখা আছে সেখানে ক্লিক করুন। এখানে প্রতিদিন ১৫-২৫ টি অ্যাড পাবেন। সাধারনত ২/৩ টি অ্যাড ৩০ সেকেন্ডের এবং বাকি অ্যাডগুলো ৫ সেকেন্ডের হয়ে থাকে। একটি অ্যাডে ক্লিক করলে উপরে বৃত্তাকার ঘরে সেকেন্ড কাউন্ট হবে। কাউন্ট শেষ হয়ে গেলে back এ আসুুন। এভাবে সবগুলো অ্যাড দেখুন। প্রতি ৩০ সেকেন্ড অ্যাডে ০.০০৫$ এবং ৫ সেকেন্ড অ্যাডে ০.০০১$ আয় করতে পারবেন। যা অন্য সাইটগুলো থেকে তুলনামূলক বেশি। এতে সময় লাগবে সর্বোচ্চ ১০ মিনিট। দিনে যেকোন সময় একবার লগইন করে অ্যাড দেখলেই হবে।


offer থেকেঃ Ojooo তে অনেক রকম অফার এর কাজ করে অনেক আয় করা যায়। এসব অফার এর মধ্যে মিনিটস্টাফ এর কাজ সব সময় পাওয়া যায়। এখানে ১ পয়েন্ট =০.০০৫$। তবে সাবধান, এই কাজ করার আগে ভালোভাবে নির্দেশনা গুলো এবং কাজের নিয়মকানুন পড়ে নিবেন। কাজ করতে গিয়ে তিনবার ভুল করলে ওজো আপনার ব্যালেন্স থেকে টাকা নিয়ে যাবে অথবা অ্যাকাউন্ট ব্যানড করে দিবে।

আরও পড়ুনঃ

adbtc থেকে অনলাইনে আয়

starclicks থেকে অনলাইনে আয়


referral থেকেঃ অন্যান্য পিটিসি সাইটের মত ojooo তে রেফার করে ভালো পরিমাণ আয় করা যায়। যারা আপনার রেফার হবে তারা যা আয় করবে তার থেকে ১০% কমিশন আপনার অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু রেফারার এর অ্যাকাউন্ট থেকে কোন টাকা কাটা যাবেনা। ojooo তে দুইভাবে রেফার করা যায়।


১। direct referral: সাইনআপ করার পর আপনাকে একটি রেফারেল লিংক দেয়া হবে। এই লিংক থেকে যারা অ্যাকাউন্ট খুলবে তারা হবে আপনার ডিরেক্ট রেফার।


২। rent referral: আপনি যদি ডিরেক্ট রেফার না করতে পারেন তাহলে টাকা দিয়ে রেফার কিনতে পারেন। প্রতি রেফারের জন্য ০.২০$ দাম দিতে হবে। এই দাম ojooo ব্যালেন্স থেকেই দেয়া যাবে। পকেট থেকে দেয়া লাগবেনা।


দৈনিক ৫$ ojooo থেকে অনলাইনে আয় করার টিপসঃ

অ্যাড দেখে আয় করতে গেলে দৈনিক ০.০২০ - ০.০৩০$ পাবেন। যা খুবই কম। আবার অফারের বেলায় বাংলাদেশ থেকে মিনিটস্টাফ ছাড়া আর কোন কাজ পাওয়া যায়না। তাতেও আবার ব্যানড হবার ভয় থাকে। তাহলে বাকি রইল রেফার। এই রেফারকে কাজে লাগিয়ে আমাদের আয় বাড়াতে হবে।

প্রথমে সাইনআপ করার পর দৈনিক অ্যাড দেখে যান। ১০-১২ দিন পড়ে অ্যাকাউন্টে ০.২০$ হলে একটা রেফার কিনুন। পরের ৫-৬ দিনে আবার ০.২০$ জমা হবে। আবার রেফার কিনুন। এভাবে দেড় থেকে দুই মাস পর ব্যালেন্সে ৩০-৪০$ জমবে। তখন অ্যাকাউন্ট আপগ্রেড করে নিন। আবার ৩০০ রেফার না হওয়া পর্যন্ত রেফার কিনতে থাকুন। এতে আরও ২-৩ মাস সময় লাগবে। তখন মাসিক ৩০০$ এর উপরে আয় হবে। সেখান থেকে ১৫০$ অ্যাকাউন্ট আপগ্রেড ও রেফার কিনতে খরচ হবে। বাকী ১৫০$ তুলে নিন। এভাবে ৫মাস ধৈর্য ধরে কাজ করলে দিনে সর্বনিম্ন ৫$ ইনকাম করতে পারবেন। যা ছোটখাট চাকরির বেতন থেকে কম নয়।

বিঃদ্রঃ ব্লগ পোস্ট পড়ে বা ইউটিউব ভিডিও দেখে অনলাইনের কোন সাইটে নিজের পকেট থেকে টাকা ইনভেস্ট করবেন না। যদিও করতে চান তাহলে সাইট সম্পর্কে জেনে বুঝে নিজের দ্বায়িত্বে করবেন।


কিভাবে টাকা তুলবেনঃ

Ojooo থেকে কেবল বিটকয়েন এর মাধ্যমে টাকা তোলা যায়। আপনার অ্যাকাউন্টে মাত্র ২$ হলেই যেকোন ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে বিটকয়েন হিসেবে টাকা তুলতে পারবেন। যদি ওয়ালেট না থাকে তাহলে ইউটিউব ভিডিও দেখে বা ব্লগ পোস্ট পড়ে নতুন ওয়ালেট তৈরী করে নিতে পারবেন খুব সহজে।

প্রথমে setting থেকে ওয়ালেট সেটিং এ গিয়ে আপনার বিটকয়েন অ্যাড্রেস সেভ করুন। তারপর withdraw অপসনে গিয়ে বিটকয়েন এর পরিমান লিখে withdraw বাটনে ক্লিক করুন। ৪৮ ঘন্টার মধ্যে আপনার ওয়ালেটে বিটকয়েন পৌঁছে যাবে।

আমার প্রথম পেমেন্ট প্রুফ স্ক্রিনশট দেখুন-

Ojooo payment proof,FaraziTel

আরও পড়ুন

coinpayu পিটিসি সাইট থেকে আয়

paidverts পিটিসি সাইট থেকে আয়


অ্যাকাউন্ট বন্ধ হবার কারণঃ

আপনি যতই ভাল বা ট্রাস্টেড সাইটে কাজ করেন না কেন, কিছু অনিয়ম বা ভূলের কারনে আপনার অ্যাকাউন্টে সমস্যা হতেই পারে। একটু সাবধানে কাজ করলে এই সমস্যা থেকে আপনি মুক্ত থাকতে পারেন।

অ্যাকাউন্ট খোলার পর নিচের কাজগুলো থেকে বিরত থাকবেন, নাহলে id banned করে দিতে পারে।

১। একটি ডিভাইস থেকে (mobile/ laptop/ computer) একের বেশি দুইটি id খুললে।

২। একই ip বা wifi থেকে একাধিক id খুললে

৩। একটা সিমের নেটওয়ার্ক থেকে একেরবেশি id খুললে

৪। একসাথে একটির বেশি দুটি অ্যাড ওপেন করলে

৫। বারবার বিভিন্ন ip থেকে লগইন করলে

৬। মিনিটস্টাফে কাজ করার সময় নির্দেশনা না মানলে

৭। ojooo এর নিয়ম ও শর্ত (terms & conditions) ভেঙে কাজ করলে

আশা করি এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করলে আপনার অ্যাকাউন্টের কোন সমস্যা হবেনা।

আরও পড়ুনঃ

সার্চ করে অনলাইনে আয়


কিভাবে signup/register করবেন:

পোস্টের উপরের অংশ পড়ার পর আপনি যদি ojooo থেকে নিয়মিত কাজ করে অনলাইনে আয় করতে চান তাহলে প্রথমে নিচের লিংক থেকে যেকোন একটা লিংকে ক্লিক করুন।

Direct link: https://wad.ojooo.com/register

My rafferal link: https://wad.ojooo.com/register.php?ref=farazitel2

এই লিংকে প্রবেশ করলে নিচের মত একটি সাইনআপ ফর্ম পেজ আসবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পুরন করুন।

Ojooo signup page

username: এখানে আপনার নাম দিতে হবে। সাথে দু-একটি অংক মিলিয়ে দিতে পারেন।

password: আপনার মনে রাখার মত একটি শক্তিশালী পাসওয়ার্ড বানিয়ে এখানে দিয়ে দিন।

confirm password: ঐ একই পাসওয়ার্ড পুনরায় দিন।

Account email: এখানে আপনার একটি ভেলিড জিমেইল টাইপ করুন।

reffaral: এখানে কিছু করার দরকার নাই।

এরপর নিচের ক্যাপচাটি পুরন করে আবার নিচের দিকে যান। i agree terms & service.... লেখার পাশে yes এ টিক দিন। সবার শেষে Register বাটনে ক্লিক করে সাইনআপ সম্পন্ন করুন।

এবার আপনার জিমেইলে একটা মেইল যাবে, মেইলটি ওপেন করলে একটা activation লিংক পাবেন। যে ব্রাউজার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্রাউজার দিয়ে লিংকটি ওপেন করুন। আপনার অ্যাকাউন্ট তৈরীর কাজ শেষ।

এবার লগইন করে অ্যাড দেখুন আর অনলাইনে আয় / ইনকাম করুন।

আপনার বুঝতে সমস্যা হলে বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করুন। আমি যথাযথ উত্তর দিতে চেষ্টা করব।

Previous Post Next Post