আপনি কি মোবাইল দিয়ে বিজ্ঞাপন দেখে (ptc সাইট থেকে) আয় করতে চান, তবে Paidverts থেকে অনলাইনে আয় শুরু করতে পারেন। ইন্টারনেটে অসংখ্য সাইট আছে যার মাধ্যমে বিজ্ঞাপন দেখে আয় করতে পারেন। কিন্তু তাদের মধ্যে আবার অনেক সাইট আছে ভুয়া/scam, পেমেন্ট দেয় না। তবে Paidverts সবার থেকে ভাল, কারণ এটি একটি নির্ভরযোগ্য সাইট এবং অর্থ প্রদানে 100% সুরক্ষিত। তাই আপনি নির্ভয়ে paidverts থেকে অনলাইনে আয় করতে পারেন। আপনি যদি নিয়মিত কাজ করেন তাহলে একটা সময় আসবে যখন দৈনিক ৫-১০$ ইনকাম করতে পারবেন। আগে পুরোটা পড়ুন, বুঝুন তারপর ভাল লাগলে অ্যাকাউন্ট তৈরি করে কাজ শুরু করুন এবং paidverts থেকে দিনে ৫-৭ ডলার অনলাইনে আয় করুন।


Paidverts কি?

PaidVerts একটি PTC সাইট। ২০১৪ সালের ৩১শে মার্চ এই সাইট টি চালু করা হয় এবং এখন পর্যন্ত ‍নিয়মিত পেমেন্ট করে যাচ্ছে। বর্তমানে পিটিসি জগতে এটি ৩ নাম্বারে অবস্থান করছে এবং Trusted PTC site গুলোর মধ্যে এটি অন্যতম। আমি paidverts থেকে অনলাইনে আয় করে পেমেন্ট নিয়েছি, পরে FaraziTel ব্লগে পোস্ট লিখেছি। আপনি নিঃসন্দেহে হাতের মোবাইলটি দিয়ে এখান থেকে আয় করতে পারেন।

Paidverts পিটিসি সাইট থেকে অনলাইনে আয়--FaraziTel


আরও পড়ুনঃ

coinpayu পিটিসি সাইট থেকে অনলাইনে আয়

ojooo পিটিসি সাইট থেকে অনলাইনে আয় 

adbtc থেকে অনলাইনে আয়


PaidVerts থেকে অনলাইনে আয় করার নিয়ম:

আপনি এখান থেকে বিভিন্ন উপায় করতে পারেন। Paidverts থেকে অনলাইনে আয় করার যেসব মাধ্যম রয়েছে সেগুলো হল

add দেখে ইনকাম

প্রথমে আপনার account এ লগিন করুন। এরপর proced to advertisers website এ ক্লিক করেন।

উপরেই Your Navigation নামের ১ টা মেন্যু দেখবেন। এই মেন্যুর নিচে লেখা আছে Paid Ads, এখানে ক্লিক করেন, নতুন পেজ আসলে নিচের দিকে আপনার add দেখতে পাবেন। এখানে আপনি দুই ধরনের add পাবেন, activation add এবং bap।


অ্যাক্টিভেশন অ্যাডঃএ-ই অ্যাড দেখলে আপনার acc এ সরাসরি ডলার জমা হবে। প্রতিদিন ৮ টি করে add পাবেন।

Bap অ্যাডঃএটাও প্রতিদিন ৮ টি করে পাবেন। এ-ই অ্যাড দেখলে আপনি বাপ পয়েন্ট পাবেন। paidverts থেকে আয় করারা জন্য এই bap খুবই গুরুত্বপূর্ন। বাপ হল paidverts এ-র নিজেদের তৈরী করা একটি কারেন্সি। বাপ যত বেশি হবে আপনি তত বড় গ্রুপের মেম্বর হবেন এবং ততই বেশি মূল্যের paid add পাবেন। তাই প্রতিদিন এ-ই অ্যাড গুলো দেখতে হবে।

একটি add এ ক্লিক করুন। নতুন পেজ আসলে উপরে ডান কোনার captcha পুরন করে confirm করুন। ৫-৩০ সেকেন্ড কাউন্ট হবার পরে successfully আসলে একটি add দেখা শেষ। next add এ ক্লিক করুন। এভাবে একই নিয়মে সব add দেখা শেষ করুন।

সাধারনত প্রতি ১৮ ঘন্টা পর পর নতুন add আসে। তাই দৈনিক সকাল-বিকাল দুই বার লগইন করে সবগুলো অ্যাড দেখা উচিত।

ইনভেস্ট করে আয়

আপনি চাইলে কিছু টাকা ইনভেস্ট করে আয় বাড়াতে পারেন। তবে পকেট থেকে খরচ না করাই ভাল। যখন paidverts acc এ ১.০৫ ডলার জমা হবে তখন তা দিয়ে ৩১০০ বাপ কিনতে পারেন। প্রথম দিকে ১.০৫ ডলার হতে ১০-১২ দিন সময় লাগবে। একবার বাপ কিনলে ১.০৫ ডলার হতে ২-৪ দিন লাগবে। এভাবে বাপ কিনতে কিনতে যখন গ্রুপ ৫ এ পৌঁছাবেন তখন আপনার আয় হবে দিনে ৫ ডলার। এভাবে গ্রুপ ৫ এ যেতে আপনার ২-৩ মাস লাগতে পারে। আর যদি পকেট থেকে ৩১ ডলার ইনভেস্ট করেন তাহলে প্রথম দিনেই এ-ই গ্রুপের মেম্বর হয়ে দিনে ৫ ডলার আয় করতে পারেন।

রেফারেল থেকে অনলাইনে আয়

paidverts এ রেফারেল থেকে অফুরন্ত আয় করতে পারেন। Paidverts এ acc করার সাথে সাথে আপনার রেফার লিংক পেয়ে যাবেন। এ-ই লিংক দিয়ে যারা acc করবে তারা যত আয় করবে, যত ইনভেস্ট করবে তার থেকে ৫% কমিশন পাবেন। এ-ই কমিশন paidverts আপনাকে দেবে কিন্তু সেই acc থেকে কোন টাকা কাটা হবে না। আর যেকেউ যেভাবেই acc খুলুক কারো রেফার তো হয়েই যাবে। তাই যত বেশি রেফার করবেন আপনার আয় ততই বেড়ে যাবে। আপনি চাইলে রেফার কিনে নিতে পারেন। একটি রেফারের মূল্য ০.২ ডলার।

গেম খেলেও আয় করা যায়

Paidverts থেকে গেম খেলে আয় করা যায়। তবে আপনি যদি গেম খেলায় পারদর্শি না হন তাহলে খেলবেন না। এতে bap কমে গিয়ে আপনি নিঃস্ব হতে পারেন।

সার্ভে ও টাস্ক পুরন করে আয়

Paidverts এ আপনি সার্ভে করে এবং টাস্ক পূরন করে বাড়তি আয় করতে পারেন। এখানে অনেক অফার পাবেন, সেগুলো থেকেও অনলাইনে আয় করতে পারেন।


Register বা Sign-up:

সাইন আপ করতে হলে করো না কারো রেফারেল দরকার হয়। নিচে আমার FaraziTel referral link ও তাদের সাইটের লিংক দিলাম। paidverts থেকে অনলাইনে আয় করতে  চাইলে এখান থেকে সাইনআপ করতে পারেন। এজন্য আপনার ফোনে chorom ব্রাউজারটি ওপেন করে desktop মুডে রাখতে হবে। তারপর নিচের লিংকে ক্লিক করে বা কপি করে ক্রম ব্রাউজার থেকে ওপেন করুন। ওপেন হলে উপরে Register এ ক্লিক করুন, একটি ফর্ম আসবে। ফর্মটি নিচের নিয়মে পুরন করুন।


https://paidverts.com/ref/farazitel


ক। Username: এখানে একটি name দিতে হবে। যার মধ্যে কোনো Space, symbol use করা যাবে না। এই নামটি হবে আপনার প্রোফাইল এর নাম যেটা ডাশবোর্ডে দেখতে পাবেন।

paidverts register - FaraziTel


খ। Password: এখানে এই একাউন্টের জন্য পাসওয়ার্ড দিতে হবে। ছোট হাত, বড় হাত, অংক, প্রতীক ইত্যাদি ব্যবহার করে বানাতে হবে এবং মনে রাখতে হবে বা নোট খাতায় লিখে রাখতে হবে যেন হারিয়ে না ফেলেন।


গ। Confirm Password: এখানে একই পাসওয়ার্ড আবার দিতে হবে।

Paidverts signup page - FaraziTel


ঘ। Email:এখানে email address দিতে হবে। এই ইমেইল অ্যাকাউন্ট এ ভেরিফিকেশন কোড পাঠানো হবে এবং সব প্রয়োজনীয় আপডেট মেইল করা হবে।

ঙ। Sex: এখানে লিংঙ্গ দিতে হবে, (male/female)।

চ। Date of Birth: PaidVerts এ জন্ম তারিখ খুবই  প্রয়োজনীয় তাই এখানে যে জন্ম তারিখ দিবেন সেটা অবশ্যই মনে রাখতে হবে। paidverts থেকে অনলাইনে আয় করা টাকা তোলার সময় এটি লাগবে।

ছ। Confirm Date of Birth: একই জন্ম তারিখ এখানেও দিতে হবে।

তারপর নিচের "I confirm that I was referred by........ সিলেক্ট করে "Open Account" এ ক্লিক করুন। তারপর আপনার ইমেইলে mytrafficvalue নামের একটি মেইল যাবে , সেখানে দেয়া লিংক থেকে অ্যাকাউন্ট varify করুন। আপনার একাউন্ট হয়ে গেছে এখন "Login" এ ক্লিক করে কাজ শুরু করুন।


কিভাবে Paidverts থেকে অনলাইনে আয় করবেন:

paidverts তাদের সদস্যের বিভিন্ন লেবেল- এ ভাগ করে থাকে। নতুন সদস্যরা প্রথম লেবেলে অন্তর্ভুক্ত থাকে। পরে ধীরে ধীরে লেবেল বাড়তে থাকে। যে যত বড় লেবেলের সদস্য হবে সে তত বেশি মূল্যের অ্যাড পাবে, যেটা দৈনিক ২০০ ডলার হতে পারে। তাহলে বোঝাই যায় paidverts থেকে অনলাইনে আয় কত বেশি হতে পারে।

আর এটা নির্ভর করে সম্পূর্ণ bap এর উপর। যার যত বেশি bap আছে সে তত বড় লেবেলের সদস্য এবং তত বেশি মূল্যের add পায়। আর এই ব্যাপ বাড়াতে হলে প্রতিদিন ব্যাপ অ্যাডগুলো দেখতে হবে।

বেশি না হোক paidverts থেকে মোটামুটি ভালো অংকের অনলাইনে আয় করতে হলে প্রথম টার্গেট হবে লেবেল পাঁচ এ পৌছানো। তার জন্য অ্যাকাউন্টে যখন ১ ডলার হবে তখন তা দিয়ে ব্যাপ কিনতে হবে। এভাবে বারবার কিনতে হবে যতক্ষণ না লেবেল ৫ এ পৌছানো যায়। অ্যাকাউন্টে ৯৬০০০ ব্যাপ জমা হলে বুঝতে হবে লেবেল পাঁচ এ পৌঁছে গেছেন। আর তখন দৈনিক ১০-১২ ডলার মূল্যের অ্যাড পাবেন। সেখান থেকে ৫ ডলার দিয়ে আবার ব্যাপ কিনুন আর বাকী ডলার উইথড্রো করার জন্য রেখে দিন। এখন দৈনিক ইনকাম হবে ৫-৭ ডলার এবং মাসে ১৫০-২০০ ডলার। আরও বড় লেবলে গেলে তো কোন কথাই নাই। এভাবে লেবেল পাঁচ এ পৌছতে দুই থেকে তিন মাস সময় লাগবে। এটুকু সময় তো দেয়াই যায়।

যদি সময় নিতে না চান তবে পকেট থেকে ৩১ ডলার খরচ করে ৫ লেবেলের আপগ্রেড কিনে নিতে পারবেন যখন তখন। 


আরও পড়ুনঃ

starclicks থেকে অনলাইনে আয়


কেন অ্যাকাউন্ট বন্ধ হয়ঃ

অনলাইনের যেকোন সাইটে কাজ করেন না কেন আপনাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। paidverts এরও কিছু নিয়ম আছে। paidverts থেকে অনলাইনে আয় করতে হলে নিচের নিয়মগুলো দেখে নিন।

একটি ডিভাইস দিয়ে একের অধিক acc খোলা যাবে না।

একই আইপি ঠিকানা দিয়ে একাধিক acc করা যাবেনা।

অ্যাড নির্দিষ্ট সময় পুরোপুরি ভিউ করতে হবে।

একমাসের বেশি সময় লগইন না করলে।

উপরের নিয়মগুলো সঠিকভাবে পালন করলে আশা করি আপনার অ্যাকাউন্ট এ কোন সমস্যা হবেনা।


কিভাবে টাকা তুলবেনঃ

paidverts থেকে অনলাইনে আয় করা টাকা তোলার জন্য আপনার একটা অনলাইন ওয়ালেট থাকতে হবে। perfect money, payeer, bitcoin ইত্যাদির একটিতে অ্যাকাউন্ট তৈরী করতে হবে। তারপর paidverts থেকে এই ওয়ালেটে টাকা ট্রান্সফার করতে হবে, পরে সেখান থেকে বিকাশ, নগদ বা ব্যাংকের মাধ্যমে টাকা হাতে নিতে পারবেন।


ধন্যবাদ সবাইকে। নতুন আপডেট পেতে আমাদের FaraziTel ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন।

Previous Post Next Post