আজকে যে ওয়েবসাইট নিয়ে আলোচনা করব তার নাম coinpayu. আপনি বিজ্ঞাপন দেখে মানে ptc সাইট থেকে মোবাইল দিয়ে অনলাইনে আয় করতে চাইলে অবশ্যই coinpayuতে অ্যাকাউন্ট করতে পারেন। অনলাইনে প্রচুর পিটিসি সাইট রয়েছে যেখানে আপনি বিজ্ঞাপন দেখে আয় করতে পারেন। তবে এদের মধ্যে অনেক সাইট আছে যেগুলো ভুয়া/scam, পেমেন্ট দেয় না। সেদিক থেকে coinpayu অনেক নিরাপদ। কারণ এটি একটি নির্ভরযোগ্য সাইট যা 100% পেমেন্ট দিয়ে থাকে। আমি এখান থেকে পেমেন্ট পেয়েছি বলেই ব্লগে পোস্ট করলাম। নিয়মিত কাজ করলে coinpayu থেকে একটা ভাল পরিমান অনলাইনে ইনকাম সম্ভব।

পোস্টটি শুরু থেকে পড়ুন। ভাল লাগলে সাইনআপ করে কাজ শুরু করতে পারেন। আর যদি কাজ না করেন তাহলে সাইনআপ করার দরকার নাই।

সাইটটি পেমেন্ট দেয় কিনা এবং রিভিউ দেখতে গুগলে সার্চ করুন অথবাcoinpayu legit or scamএখানে ক্লিক করুন।


Coinpayu কি?


Coinpayu অনলাইনে আয় করার সেরা পিটিসি সাইট-FaraziTel


coinpayu একটি ptc ( paid to click) সাইট। এটত অনলাইন বিটকয়েন বিজ্ঞাপন নেটওয়ার্ক ওয়েবসাইট, যেখানে শুধুমাত্র  বিটকয়েন এর সাথে সম্পর্কিত ওয়েবসাইটগুলোর অ্যাড দেখানো হয়। coinpayu এর জন্ম ২০১৯ সালে। অনেকটা নতুন হলেও সাইটটি তাদের বিশ্বস্ততা ও দক্ষতা দিয়ে পিটিসি জগতে ব্যাপক সাড়া ফেলেছে। তাই আপনি নির্ভয়ে এখান থেকে অনলাইনে ইনকাম করতে পারেন।

coinpayu ভিজিট করতে নিচের ব্যানারে ক্লিক করুন।

coinpayu




আরও পড়ুনঃ

adbtc থেকে অনলাইনে আয়

Starclicks থেকে অনলাইনে আয়

বিটকয়েন বা সাতোশি কি?

বিটকয়েন হল একটি ক্রিপ্টোকারেন্সি বা ইলেকট্রনিক কয়েন। এই কয়েনকে চোখে দেখা বা ধরা-ছোয়া যায় না। এটি অনলাইনের একটি ডিজিটাল মুদ্রা। আর সাতোশি হল বিটকয়েনের ভগ্নাংশ। এককোটি সাতোশিতে এক বিটকয়েন হয়। বিটকয়েন এর দাম দিনদিন বেড়ে চলেছে। বর্তমানে এক বিটকয়েনের দাম বাংলাদেশী প্রায় ৩০ লক্ষ টাকা। আপনার অনলাইন ওয়ালেটে বিটকয়েন থাকলে তা ডলারে রূপান্তর করে ব্যাংক, কার্ড, চেক ইত্যাদি যেকোন মাধ্যমে টাকা তুলতে পারবেন।

কিভাবে আয় করবেনঃ

coinpayu তে অ্যাড দেখা ছাড়াও আয় করার বিভিন্ন উপায় আছে। আয়ের পদ্ধতি নিম্নরূপ

add দেখেঃ লগইন করে বামপাশে উপরে মেনুবার থেকে view add এ যান। এখানে তিন ধরনের অ্যাড দেখতে পাবেন।

surfe add: ২০-৪০ টি অ্যাড দেখতে পাবেন। প্রতিটি অ্যাডের নিচে কত সেকেন্ড দেখতে হবে, কত সাতোশি পে করবে সব লেখা থাকবে। একটি অ্যাডে ক্লিক করুন। যত সেকেন্ড লেখা ছিল ততক্ষন ওয়েট করে back করুন। এভাবে সবগুলো add দেখুন।

অনলাইনে আয়, coinpayu,FaraziTel

অনলাইনে আয়, মোবাইল দিয়ে অনলাইনে আয়,অনলাইন ইনকাম, সেরা পিটিসি সাইট, coinpayu থেকে আয়, অনলাইন ইনকাম সাইট

windows add: এখানেও ১০-৩০ টি অ্যাড থাকবে। প্রতি অ্যাডে ক্লিক করলে উপরে টাইম কাউন্ট হবে। টাইমার শেষ হলে back এ আসুন। এভাবে সবগুলো দেখতে হবে।

video add: এখানে ৫-১০ টি ভিডিও অ্যাড দেখতে পাবেন। একটি ভিডিও দেখুন। নির্দিষ্ট সেকেন্ড পর একটা ক্যাপচা আসবে। ক্যাপচাটি পুরন করে সাবমিট চাপুন। এভাবে সব অ্যাড দেখতে হবে।

Faucet থেকেঃ মেনু থেকে faucet এযান। বিভিন্ন কারেন্সির অনেক faucet থাকবে। claim faucet এ ক্লিক করুন, ১০ সেকেন্ড অপেক্ষা করুন, ক্যাপচা পুরন করে নিচে claim চাপলে আপনার অ্যাকাউন্টে নির্দিষ্ট সাতোশি জমা হবে। এভাবে litecoin, dogecoin, etherum ইত্যাদি claim করুন। এভাবে প্রতি ঘন্টায় একবার এবং প্রত্যেকবার দুটি ( অ্যাকাউন্ট আপগ্রেড করলে আরও বেশি) faucet claim করতে পারবেন।

offer থেকেঃ এখানে বিভিন্ন সাইটের অনেক অফার থাকবে। বাড়তি আয় করার জন্য এসব কাজও করতে পারেন।

game খেলেঃ মেনু থেকে more এযান। catch the cat গেমটি পাবেন। আপনি ভাল গেম খেলতে পারলে এখান থেকেও coinpayu থেকে অনলাইনে আয় করতে পারেন।

referral থেকেঃ যেকোন পিটিসি সাইটে রেফার করলে বশি আয় করা যায়। coinpayu তেও রেফার করে আয় করা যায়। প্রতি মাসে এখানে রেফারেল কনটেস্ট দেওয়া হয়। নির্দিষ্ট সংখ্যক রেফার করলে coinpayu থেকে বোনাস দেওয়া হয়। তার সাথে রেফারেল কমিশন তো থাকছেই।

আরও পড়ুন

ojooo পিটিসি সাইট থেকে আয়

সার্চ করে অনলাইনে আয়

paidverts পিটিসি সাইট থেকে আয়

কিভাবে withdraw করবেন?

coinpayu তার সদস্যদের পেমেন্ট দিতে বিভিন্ন রকম মাধ্যমের ব্যবস্থা করে রেখেছে। পেমেন্ট নিতে প্রথমে মেনু থেকে profile-- walet এ গিয়ে আপনার ওয়ালেট অ্যাড্রেস সেভ করুন। তারপর ড্যাশবোর্ড এ গিয়ে ব্যালেন্স এর নিচে withdraw অপশনে যান। এখানে অনেকগুলো ওয়ালেটের নাম দেখতে পাবেন। যেমনঃ bitcoin, litecoin, ethereum, payeer, dogecoin ইত্যাদি। আপনি যে ওয়ালেট অ্যাড্রেস সেভ করেছেন সেটাতে টিক দিয়ে নিচের confirm এ ক্লিক করুন। সেখানে আপনার অ্যাকাউন্ট ঠিকানাটি দেখতে পাবেন। পরে কত টাকা তুলতে চান তার অংক দিন ( সাধারণত অটোমেটিক দেওয়া থাকে)। এবার নিচের withdraw বাটন চাপুন। সাধারনত ৭২ ঘন্টার মধ্যে আপনার ওয়ালেটে টাকা পৌছে যাবে।

আমার প্রথম পেমেন্টপ্রুফ স্ক্রিনশট নিচে দিয়ে দিলাম।

Coinpayu payment proof, FaraziTel


অ্যাকাউন্ট বন্ধ না হওয়ার উপায়?

অনলাইনের যেকোন সাইটে কাজ করেন না কেন সামান্য একটু ভুলের কারনে আপনার অ্যাকাউন্ট ব্যানড বা সাসপেন্ড করে দিতে পারে। নিচের সহজ নিয়মগুলো মেনে চললে আশা করি আপনার অ্যাকাউন্টে কোন প্রকার সমস্যা হবে না।

১। একটি ডিভাইস থেকে (mobile/ laptop/ computer) একের বেশি দুইটি id খুললে।

২। একই ip বা wifi থেকে একাধিক id খুললে

৩। একটা সিমের নেটওয়ার্ক থেকে একেরবেশি id খুললে

৪। একসাথে একটির বেশি দুটি অ্যাড ওপেন করলে

৫। বারবার বিভিন্ন ip থেকে লগইন করলে

৬। coinpayu এর নিয়ম ও শর্ত (terms & condition) ভেঙে কাজ করলে।

কিভাবে signup বা অ্যাকাউন্ট করবেন?

coinpayu তে সাইনআপ করা খুবই সহজ। প্রথমে নিচের দুটি লিংক থেকে যেকোন একটা লিংকে ক্লিক করুন। ( Direct or referral)

Direct link:

https://www.coinpayu.com/

My referral link:

https://www.coinpayu.com/?r=farazitel

এই লিংকে যাবার পর coinpayu এর হোমপেজ আসবে। সেখান থেকে join free তে ক্লিক করুন। নিচের ছবির মত ফর্ম দেখতে পাবেন। এটি পূরন করুন।


অনলাইনে আয়, coinpayu, FaraziTel



Username: আপনার নামের প্রথম অংশ এখানে দিয়ে দিন। সাথে দু-একটি অংক লিখে দিতে পারেন।

Email: এখানে আপনার একটি ভেলিড জিমেইল আইডি দিতে হবে। জিমেইল অ্যাপেও জিমেইলটি লগইন রাখতে হবে।

Password: বড় ও ছোট হাত, অংক, প্রতীক ইত্যাদি মিলিয়ে একটি শক্ত পাসওয়ার্ড বানিয়ে দিন এবং নোট খাতায় লিখে রাখুন।

Repeat password: ঐ একই পাসওয়ার্ড এখানে আবার দিন।

তারপর I agree to terms of service...... এ টিক দিয়ে নিচের ক্যাপচাটি পুরন করুন। সবার শেষে Register এ ক্লিক করে সাইনআপ সম্পন্ন করুন।

এবার জিমেইল অ্যাপে গিয়ে coinpayu থেকে পাঠানো মেইলে ঢুকে activation link এ ক্লিক করে email verification শেষ করুন। এবার আপনার অ্যাকাউন্টে লগইন করে কাজ শুরু করুন আর অনলাইনে আয় / ইনকাম করুন।


বুঝতে বা অ্যাকাউন্ট খুলতে সমস্যা হলে অথবা কিছু জানার থাকলে, কিংবা পোস্টটি ভাল না লাগলে...কেমন পোস্ট পড়তে চান ইত্যাদি আপনার যেকোন মতামত কমেন্টে জানিয়ে দিন।

Previous Post Next Post