আমরা যারা ইন্টারনেট ব্যাবহার করি, তাদের অনেকেই জানিনা কিভাবে জিমেইল আইডি খুলব। জিমেইল ব্যবহারের নিয়ম বা কি কাজ করে তাও জানিনা। শুধু এটুকুই জানি যে মোবাইল চালাতে হলে একটি google account লাগবে। তো যারা জিমেইল অ্যাকাউন্ট খোলার নিয়ম জানিনা আজকে FaraziTel ব্লগে লেখা এই পোস্টটি মূলত তাদের জন্য। তাহলে চলুন জিমেইল সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
জিমেইল কি? জিমেইল আইডি কি?
জিমেইল সম্পর্কে ভালভাবে বুঝতে হলে আগে ইমেইল সম্পর্কে একটু জানতে হবে। তবেই একটি জিমেইল অ্যাকাউন্ট খুলে গুগল এর বিভিন্ন সার্ভিস সমূহ সঠিকভাবে ব্যবহার করতে পারব।
ইমেইল:এর পূর্ণনাম ইলেকট্রনিক মেইল। বাংলাতে বলা যায় বিদ্যুৎ চালিত বার্তা। আর ইমেইল আইডি হল এই বার্তা পাঠানোর একটি ঠিকানা। এক কথায় বলা যায়, ইন্টারনেট ব্যবহার করে বিশ্বব্যাপী যেকোন তথ্য বা বার্তা আদান-প্রদান করার জন্য যে মাধ্যম বা সার্ভিস ব্যাবহার করা হয় সেটা হল ইমেইল ( Email)। আর যে ঠিকানা ব্যবহার করে বার্তা আদান-প্রদান করা হয় তার নাম ইমেইল আইডি।

জিমেইল: হল এক ধরনের ইলেইল। এটি গুগলের সার্ভিস। পূর্ণ নাম গুগুল বার্তা। অর্থাৎ গুগল দিয়ে যে ইমেইল খোলা হয় সেটিই জিমেইল। আর gmail.com থেকে যে আইডি খোলা হয় তাহল জিমেইল আইডি। বাংলা ভাষা ব্যবহারকারী সবাই গুগলের সাথে বেশি পরিচিত।
একটু সহজে বোঝার জন্য জিমেইলকে সিম কার্ডের সাথে মিলিয়ে দেখতে পারি।
১। sim ও gmail ব্যবহার করতে একটি ডিভাইস ( computer, laptop,tab,mobile) দরকার।
২। সিমের বিভিন্ন কম্পানি ( Grameen, Banglalink etc) আছে, জিমেইল আইডি খোলার জন্য বিভিন্ন ওয়েবসাইট ( gmail, yahoo etc) আছে।
৩। সিমের একটির নম্বর অন্যটি থেকে আলাদা, ইমেইলে একটির ঠিকানা অপরটি থেকে আলাদা।
৪। সিম দিয়ে কথা বলাসহ মেসেজ পাঠানো যায়, ইমেইল দিয়ে মেসেজ, পিকচার, অডিও, ভিডিও, ডকুমেন্ট ইত্যাদি পাঠানো যায়।
তাহলে আমরা বলতে পারি, সিম ও জিমেইল দুটি একই গুরুত্ব বহন করে। অফলাইনের জন্য সিম আর অনলাইনের জন্য জিমেইল ব্যবহার করা হয়।
যাইহোক জিমেইল সম্পর্কে কিছুটা ধারনা পেলাম। তাহলে এবার জিমেইল আইডি কিভাবে খুলবএবং এর এর ব্যবহার বা কাজ সম্পর্কে অল্প কিছু জেনে নেই।
জিমেইল অ্যাকাউন্ট কেন খুলব / কাজ কি? / ব্যবহারবিধি
বর্তমানে ফোন নম্বরের মতই ইমেইল আইডি খুবই গুরুত্বপূর্ণ। অনলাইনে অথবা অফলাইনে অনেক কাজের জন্য ইমেইল আইডি ব্যবহার করতে হয়। নিচের লেখা থেকে কিছুটা ধারনা করতে পারিঃ
১। স্মার্টফোনের playstore ব্যবহার করতে
১। facebook অ্যাকাউন্ট তৈরী করতে
৩। যেকোন ওয়েবসাইটে সাইনআপ করতে
৪। অনলাইনে যেকোন জব করতে হলে জিমেইল আইডি খুলতে হবে
৫। ইউটিউব চ্যানেল ও ব্লগ সাইট তৈরী করতে
৬। বিভিন্নরকম বার্তা, ডকুমেন্ট, ফাইল, ছবি ইত্যাদি পাঠাতে বা আনতে
৭। লেখাপড়া, ভর্তি এবং চাকুরির আবেদন করতে
৮। অনেক ধরনের ব্যাবসা পরিচালনা করতে।
আরও পড়ুন:
কিভাবে জিমেইল আইডি খুলব
জিমেইল ও জিমেইল আইডি এবং প্রয়োজনীয়তা সম্পর্কে কিছুটা জানলাম। এবার জানব কিভাবে জিমেইল আইডি খুলব বা জিমেইল আইডি খোলার নিয়ম কি। একটি ইমেইল আইডি খোলার জন্য অনলাইনে অনেক ওয়েবসাইট আছে যেমন, gmail, hotmail, outmail, yahooo ইত্যাদি। আমরা গুগল সবচেয়ে বেশি ইউজ করি আর জিমেইল হল গুগলের একটি অংশ। তাই আজকে ইমেইল হিসেবে Gmail.com থেকে একটি gmail আইডি কিভাবে খুলব তা জানব।
জিমেইল আইডির একটা আলাদা সুবিধা আছে, প্রতেকটি অ্যাকাউন্ট এর সাথে গুগল ১৫ জিবি ইন্টারনেট মেমোরি ফ্রি দিয়ে থাকে। যেখানে আমাদের দরকারী ফোন নম্বর, অডিও, ভিডিও, ছবি, ফাইল ইত্যাদি রাখতে পারি যা কখনো নষ্ট হবার, চুরি হবার বা হারিয়ে যাবার ভয় থাকে না।
যা যা লাগবে?
১। একটি ডিভাইস যেমন, computer, laptop, tab, smartphone।
২। ইন্টারনেট কানেকশন wifi,mobile data
৩। একটি মোবাইল নম্বর।
জিমেইল আইডি খোলার নিয়ম
প্রথমে আমাদের ডিভাইসটিতে ডাটা বা ওয়াইফাই কানেক্ট করব। তারপরে জিমেইল সাইনআপ পেজে যেতে হবে। এই পেজে আসার কয়েকটি পদ্ধতি আছে, তাহলো
কম্পিউটার এবং মোবাইল দিয়েঃ যেকোন একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে যদি আগে থেকে জিমেইল সাইনইন করা থাকে তাহলে মেনু থেকে ইনকগনিটো ট্যাব ওপেন করব। তারপর gmail.com লিখে সার্চ করব।
শুধু মোবাইল দিয়েঃ মোবাইল দিয়ে জিমেইল আইডি খোলার জন্য আমরা নিচের নিয়মটি ব্যবহার করতে পারি। এজন্য ফোনের সেটিং এ যাব।
setting > Account > Add account > google. নিচের ছবিতে দেখুন। ( ছবি - ১)

পদ্ধতি ১ অথবা ২ অনুসরন করে আমরা gmail এর সাইনইন পেজে যেতে পারব। এর পরের ধাপগুলি যেকোন ডিভাইস থেকে প্রায় একই রকম হয়। আমি এখানে পদ্ধতি ২ অনুসরণ করেছি।

## সাইনইন পেজে আসার পর নিচের বাদিকে create account এ টাচ করে for myself এ টাচ করব (ছবি ২-১)।
## এরপর First name এর ঘরে আমার নামের প্রথম অংশ এবং Last name এর ঘরে নামের শেষ অংশ টাইপ করে Next এ টাচ করব (ছবি ২-২)।
## পরের পেজে Day -> জন্ম তারিখ, Month -> জন্ম মাস, Year -> জন্ম সাল দেব। নিচের Gender -> এ ছেলে হলে Male, মেয়ে হলে Female সেলেক্ট করে Next চাপ দেব (ছবি ২-৩)।

## এই পেজে আমার জিমেইল এর জন্য একটি সুন্দর address বা username বাছাই করতে পারব বা বানিয়েও দিতে পারব। সবথেকে ভাল হয় বানিয়ে দিলে, এজন্য আমার পুরোনাম এবং শেষে আমার ফোন নম্বরের শেষ তিনটি অংক দিয়ে দেব এবং Next টাচ করব (ছবি ৩-১)।
যদি ইউজার নেমটি গুগলে আগে থেকেই থেকে থাকে তাহলে এখন এটি নেবেনা। তখন শেষে দেয়া অংক তিনটি পাল্টে দিলেই হবে।
## তারপর যে পেজটি আসবে সেখানে আমার জিমেইল এর জন্য একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরী করতে হবে। বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, অংক, প্রতীক ইত্যাদি মিলিয়ে password তৈরী করে দিয়ে next চাপব (ছবি ৩-২)।
আপনার জিমেইল আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই একটি নোট খাতায় লিখে রাখবেন।
## এ পেজে নিজের একটি ফোন নম্বর দিতে হবে। এই নম্বরে গুগল থেকে কোড পাঠাতে পারে। তো নম্বরটি দিয়ে next এ যাব।
আপনি চাইলে নম্বর না দিয়ে skip চাপতে পারেন। তবে নম্বর দিলে আইডি সুরক্ষিত থাকে।
## এখানে যদি কোড চায় তাহলে ফোনে পাঠানো কোডটি দিয়ে Next চাপব।
তারপর google terms & conditions এ টিক দিয়ে finish চেপে অ্যাকাউন্ট তৈরীর কাজ শেষ করব।
আজকে এ পর্যন্তই। যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে নিচের ভিডিও দেখে নিতে পারেন। কমেন্ট বক্সে বলতে পারেন, অথবা আমাদের FaraziTel ফেসবুক পেজে জয়েন করে জানাতে পারেন।