বর্তমানে মোবাইল ফোনের সহজলভ্যতার কারনে সবাই স্মার্ট ফোন ব্যবহার করছে এবং প্রতিনিয়ত অনলাইন জগতে বিচরন করছে। যার যা ইচ্ছা, যা দরকার প্রতি মূহুর্তে সবকিছুই সার্চ করছে অনলাইনে। আর এই মোবাইল দিয়ে সার্চ করার বিনিময়ে যদি অনলাইনে আয় করা যায় তাহলে মন্দ হয় কি?

ঠিক তাই এমন ওয়েবসাইটও অনলাইনে আছে। আগে এই সাইটে গিয়ে অথবা তাদের অ্যাপ ইনস্টল করে অ্যাকাউন্ট তৈরী করতে হবে। তারপর সেখান থেকে search করলে আপনাকে কিছু টাকা দেয়া হবে। তো এই সার্চ সাইটের নাম হল presearch।

আগে আমাদের আজকের সার্চ করে অনলাইনে আয় করুন -FaraziTel পোস্টটি পুরোটা পড়ুন, যদি ভাল লাগে তাহলে সবার নিচে লিংক দেয়া আছে সেখান থেকে সাইনআপ করুন।


Presearch কি?


সার্চ করে অনলাইনে আয়--FaraziTel


এটি এমন একটা সার্চ সাইট বা ওয়েব ব্রাউজার বা সার্চ ইঞ্জিন যা প্রায় গুগলের মত কাজ করে। গুগলে সার্চ করলে যা দেখা যাবে এখানে ঠিক তাই আসবে। পার্থক্য শুধু একটা, সেটা হল, সার্চ করার জন্য বিভিন্ন মাধ্যমে গুগল যে ইনকাম করে তা সবই গুগল নেয় আর presearch যা ইনকাম করে তার থেকে একটা অংশ যে সার্চ করে তাকে দেয়। মানে নিজের সাইটকে বড় করার জন্য এবং গুগলের বিপরীতে টিকে থাকার জন্য presearch সার্চ করার বিনিময়ে টাকা দিয়ে থাকে।

আসলে google এর সাথে প্রিসার্চ এর তুলনা করা চলে না। কারন গুগল, ইয়াহু, বিং প্রভৃতি অনেক বড় মাপের এবং খুবই শক্তিশাল সার্চ ইঞ্জিন। অপরদিকে presearch অতি নগন্য আপাতত দুর্বল ও নতুন একটা সার্চ ইঞ্জিন। শুধুমাত্র বোঝার সুবিধার জন্য উদাহরণ হিসেবে ব্যবহার করলাম। তাই অন্যান্য ওয়েব সার্চ ইন্জিনের বিপরীতে নিজেকে ধরে রাখতে presearch সার্চ করে অনলাইনে আয়ের পদ্ধতি ব্যবহার করেছে।


আরও পড়ুনঃ

ojooo পিটিসি সাইট থেকে আয়

coinpayu পিটিসি সাইট থেকে আয়

paidverts পিটিসি সাইট থেকে আয়

adbtc পিটিসি সাইট থেকে অনলাইনে আয়


কিভাবে সার্চ করে অনলাইনে আয় করবেনঃ

প্রথমে লগইন করুন। presearch এর সার্চ বক্স পাবেন। বক্সের নিচে কিছু ফাংশন প্রতিক থাকবে সেখান থেকে D অপশন নির্বাচন করুন। এখন যাইচ্ছা সার্চ করুন আর ২০-৩০ সেকেন্ড ভিজিট করুন। এরপর ব্যাক করে সার্চ পেজে আসুন। উপরে ডান কোনায় দেখবেন ০.১০ pre জমা হয়েছে। মানে প্রতি সার্চে ০.১০ pre পাবেন। এভাবে প্রতিদিন ৩২ বার পর্যন্ত সার্চ করে অনলাইনে আয় করতে পারবেন, আর তাতে ৩.২০ pre জমা হবে। যখন ১০০০ pre হবে তখন আপনি সেগুলো তুলতে পারবেন।

বিঃদ্রঃ-

১। প্রতিদিন ৩২টি পরিপূর্ন অনলাইন সার্চের জন্য pre কয়েন দেয়া হয়। এর বেশি সার্চগুলোতে কয়েন দেয়া হয় না।

২। একটি সার্চ দেয়ার পর যেকোন সাইটে ঢুকে অন্তত ৩০ সেকেন্ড ভিজিট করতে হবে। এর কম হলে কয়েন নাও দিতে পারে।

৩। প্রয়োজন ছাড়া সার্চ করে সাথেসাথে বেরিয়ে আসা যাবেন না। এরকম করলে presearch সহজেই ধরে ফেলবে। এই সার্চ করার ফলে অনলাইনে আয় হলেও সেটা ভলিড হবেনা।


PRE কিঃবিটকয়েন, লাইটকয়েন ইত্যাদি অনেক অনলাইন মূদ্রার ব্যাপারে সবাই জানে। pre হল presearch এর নিজের দেয়া ভার্চুয়াল টাকার বা কয়েনের নাম। সার্চ করে অনলাইনে আয় করলে আপনাকে এই pre কয়েন দেয়া হবে। ১ pre হল বাংলাদেশের ৮.৩৭ টাকার সমান। মানে ১০০০ pre=৮৩৭০ টাকা। এ কয়েনের মূল্য প্রতিদিন ওঠানামা করে এবং বাড়তে থাকে। বর্তমান মূল্য জানতে pre to bdtলিখে গুগলে সার্চ করুন অথবা এখান থেকে দেখে নিন।


অ্যাপ দিয়ে আয়ঃ আপনি সার্চ করে অনলাইনে আয় করার জন্য presearch app ব্যবহার করতে পারেন। ক্রোম, ইউসি, ইয়েনডেক্স ইত্যাদি ব্রাউজারের মত presearch অ্যাপ ও একটি ব্রাউজার। গুগল প্লে স্টোর থেকে presearch app ডাউনলোড করে লগইন করুন। তারপর অন্যান্য ব্রাউজারের মত ইউজ করুন।


রেফার থেকে আয়ঃ আপনি রেফার করে আয় বাড়াতে পারেন। অ্যাকাউন্ট করার সাথে সাথেই আপনার নামে একটি রেফার লিংক তৈরী হবে। এই লিংকটি সবার সাথে শেয়ার করতে হবে। আপনার রেফার লিংক থেকে কেউ acc করলে রেফার প্রতি ২৫ প্রি পাবেন। আর সার্চ করার ফলে অনলাইনের আয় তো থাকছেই। তাই যত বেশি রেফার করবেন তত বেশি আয় বাড়বে।


আরও পড়ুনঃ

ছোট কাজ করে অনলাইনে আয়

ডাটা এন্ট্রি করে starclicks

starclicks থেকে অনলাইনে আয়


কিভাবে টাকা তুলবেনঃ

presearch থেকে সার্চ করে অনলাইনে আয় করা টাকা তুলতে হলে আপনার একটি ইথার ওয়ালেট থাকতে হবে। (অনলাইনে এসব ওয়ালেট তৈরী করা কঠিন কিছুনা।) ১০০০ প্রি হলেই এই ওয়ালেটে উইথড্রো করবেন। ইথার ওয়ালেট থেকে কোন সাইটের মাধ্যমে বিকাশ, নগদ যেভাবে ইচ্ছা টাকা হাতে নিবেন। এরকম অনেক সাইট আছে যারা টাকা ভাংগায়, আপনি অনলাইনে খুজলেই পেয়ে যাবেন।

আপনি কাজ শুরু করার পর আস্তে আস্তে সব বুজতে পারবেন।


কিভাবে অ্যাকাউন্ট করবেনঃ

acc করতে আপনার একটি ইমেইল আইডি থাকা লাগবে। তারপর নিচের FaraziTel এর রেফার লিংকটি কপি বা ক্লিক করে ক্রোম ব্রাউজার থেকে ওপেন করুন।


https://www.presearch.org/signup?rid=197


Presearch homepage - FaraziTel


উপরের মত পেজ আসবে। পেজটির উপরে ডান কোনা থেকে register এ ক্লিক করুন।


Presearch signup - FaraziTel


আপনার ইমেইল আইডি ও মনে রাখার মত একটি password দিয়ে উপরের ফর্মটি পুরন করে ক্যাপচা পুরন করুন। tearms and conditions এ টিক দিয়ে signup now তে ক্লিক করুন।

acc খোলা হয়ে গেছে। এবার আপনার ইমেইলে একটা মেইল যাবে। সেখান থেকে acc ভেরিফাই করতে হবে। তারপর লগইন করে সার্চ শুরু করুন আর অনলাইনে টাকা আয় করুন।


শেষ কথাঃ অনলাইন ব্রাউজিং তো প্রতিনিয়ত করতেই হয়। যদি এর থেকে কিছু আয় হয় তবে আমার মনে হয় ভালই হয়। মোবাইল দিয়ে অনলাইনে আয় করার আপডেট জানতে আমাদের FaraziTel ফেসবুক পেজ ফলো করতে পারেন। আজ এটুকুই, ভাল থাকবেন।

Previous Post Next Post