যারা মোবাইল দিয়ে অনলাইনে আয় করার কথা ভাবছেন তারা এই সাইট থেকে শুরু করতে পারেন। অনলাইনে ইনকাম করার জন্য ডাটা এন্ট্রি জনপ্রিয় একটি কাজ। 2captcha সাইটে শুধু ডাটাএন্ট্রি বা ক্যাপচা পুরন করে আয় করা যায়। এখান থেকে দৈনিক ১$ - ৫$ আয় করা যায়। এবার বিস্তারিত জানা যাক।

2captcha থেকে ক্যাপচা পূরণ করে অনলাইনে আয় - FaraziTel


2captcha ও ক্যাপচা পুরন কি?

ক্যাপচা টাইপ হল ডাটাএন্ট্রি কাজের একটি অংশ। কোন ওয়েবসাইটে লগইন করার সময় আপনি মানুষ না রোবট যাচাই করার জন্য একটি ইমেজ ভেরিফাই করতে হয়। এই ইমেজ বা ছবিটিকে ক্যাপচা বলা হয়।

আর 2captcha সাইটে ঠিক ঐ কাজগুোই করতে হয়। যখন কেউ (যে কাজ দেয়) কোন ওয়েবসাইটে লগইন করার সময় তার সামনে যে ক্যাপচা আসে তা 2captcha সাইটের মাধ্যমে আমাদের (যারা কাজ করি) ডিভাইসে পাঠিয়ে দেয়, তখন আমরা সেটি পুরন করে সেন্ট করলে পুনরায় তাদের কাছে চলে যায়। আর এই কাজের বিনিময়ে তারা 2captcha সাইটকে অর্থ পে করে থাকে। যেহেতু কাজগুলো আমরা করি তাই এই অর্থের সামান্য কিছু 2captcha নিজে রেখে বাকিটা আমাদের দিয়ে থাকে।

আরও পড়ুনঃ

ছোট ছোট কাজ করে অনলাইনে আয় 

বিজ্ঞাপন দেখে অনলাইন ইনকাম 

সার্চ করে অনলাইনে আয়


প্রয়োজনীয় অভিজ্ঞতাঃ

১। একটি ভাল মানের মোবাইল লাগবে যেন স্লো না হয়, অথবা কম্পিউটার হলে কোন কথাই নাই।

২। ভাল স্পিডের ইন্টারনেট কানেকশন লাগবে। তাহলে খুব তারাতাড়ি ক্যাপচা আসবে।

৩। অনলাইনে আয় করতে হলে মোটামুটি ইংরেজী দেখে পড়তে জানতে হবে যাতে ক্যাপচাগুলো বুঝতে সমস্যা না হয়।

৪। আর টাইপ করার একটু অভিজ্ঞতা লাগবে। যত তারাতাড়ি নির্ভুল টাইপ করতে পারবেন ততবেশি আয় করতে পারবেন।



ক্যাপচা পূরণের নিয়ম কি? ক্যাপচা প্রতি রেট কত?

ক্যাপচা অনেক রকমের হতে পারে। যেমন recaptcha, hcaptcha, imagecaptch, keycaptcha ইত্যাদি। নিচে এগুলো পূরণ করার নিয়ম ও প্রতি হাজারে কত পরিশোধ করে তা দেওয়া হল।

2captcha

Recaptcha: এটি গুগলের ক্যাপচা। একটি ফ্রেমে নয়টি ছবি থাকবে সেখান থেকে তিনটি ছবিতে টিক দিয়ে সাবমিট করতে হবে। কোন ছবিতে টিক দিতে হবে তা ছবির উপরে লেখা থাকবে। এক হাজার recaptcha পূরন করলে ১.৪ - ১.৬ $ দিয়ে থাকে।

Hcaptcha: এখানে রিক্যাপচার মতই ছবি আসবে। সাধারনত তিন থেকে ছয়টি ছবিতে টিক দিতে হয়। প্রতি হাজার hcaptcha তে ১.০ - ১.২ $ পরিশোধ করে।

Keycaptcha: একটি ফ্রেমে ২-৩ টি ছবি এলোমেলো ভাবে থাকে। ছবিগুলো সঠিকভাবে সাজাতে হয়। প্রতি হাজারে ১$ পে করে।

puzzle: এখানে ছবিতে দেওয়া puzzle টি টেনে মিলিয়ে দিতে হয়। হাজার প্রতি ১$ আয় হয়।

Imagecaptcha: একটি ছবিতে আঁকাবাকা কিছু বর্ণ দেয়া থাকে। এগুলো টাইপ করে দিতে হয়। এক হাজারে ০.৩ - ০.৬ $ পাওয়া যায়।

আরও অনেক ক্যাপচা আছে। সবগুলোই খুব সহজ। শেখার দরকার হয়না, এমনিতেই পারা যায়।


আরও পড়ুনঃ

paidverts পিটিসি সাইট থেকে আয়

Adbtc থেকে বিটকয়েন আয়

stsrclicks থেকে অনলাইনে আয়

2captcha থেকে ক্যাপচা পূরণ করে অনলাইনে আয় করার নিয়মঃ

কাজ করার নিয়ম বলতে তেমন কিছুই নাই। উপরে যা বলেছি তাকেই নিয়ম বলা যেতে পার। প্রথমে 2captcha তে লগইন করুন। উপরের ডান কোনায় মেনুবারে ক্লিক করে startwork এ চাপুন। এখানে Start বাটন পাবেন, চাপুন। এবার ক্যাপচা আসা শুরু করবে। প্রত্যেক ক্যাপচা পুরনের পর বাম পাশে আপনার ব্যালেন্স দেখতে পাবেন।

প্রথমবার কাজ শুরু করার সময় একটি পরীক্ষা দিতে হতে পারে। এখানে আপনাকে পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের মোট ৪০টি ক্যাপচা পূরণ করতে হবে। এইকয়টি ক্যাপচার জান্য কোন টাকা দেয়া হবেনা। এগুলো সঠিক ভাবে করতে পারলে পরের ক্যাপচা থেকে অনলাইনে আয় শুরু হবে।

2captcha থেকে ক্যাপচা পুরন করে আয় করার জন্য app ব্যবহার করতে পারেন। app এ কাজ করলে কয়কগুন বেশি ইনকাম করা যায়।গুগল প্লেস্টোর থেকে বা এই লিংক থেকে 2captcha.bot app টি ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপ দিয়ে কাজ করলে অনেক বেশি আয় করা যায়। এজন্য প্রথমে সাইটটিতে লগইন করে ডাশবোর্ড থেকে cilent key নামের কোডটি কপি করুন। তারপর অ্যাপ এ গিয়ে কপি করা কোডটি পেস্ট করে Auth বাটন চাপলেই ক্যাপচা আসা শুরু হবে।

2captcha বেশি আয় করার উপায়ঃ

একটা সময় ছিল যখন মানুষ এই সাইটে ফুল টাইম কাজ করত কিন্তু এখন আর তা করা যায় না। আগে এখানে অল্প সংখ্যক মানুষ কাজ করত আর এখন সদস্য সংখ্যা অনেক বেড়ে গেছে। তাই কাজও আগের থেকে কম পাওয়া যায়। তবে 2captcha থেকে ক্যাপচা পূরণ করে অনলাইনে ভাল পরিমান আয় করার উপায় আছে। এইসাইটে রাতে কাজ বেশি থাকে তাই আমাদের দেশ থেকে রাত ১২টা থেকে সকাল ১০টা পর্যন্ত কাজ করলে মোটামুটি ৪ ডলার থেকে ৭ ডলার পর্যন্ত আয় করা যায়।

2captcha থেকে ক্যাপচা পূরণ করে অনলাইনে আয় - FaraziTel


টাকা তোলার নিয়মঃ

পিসি বা মোবাইল দিয়ে ক্যাপচা টাইপ করে আয়তো হল, কিন্তু টাকা হাতে পাবেন কিভাবে? একদম সহজ। এখানে টাকা তোলার অনেক পথ আছে। যেমন, perfect money, bitcoin, payeer ইত্যাদি। আমি payeer এর মাধ্যমে টাকা তুলি। আপনি যেকোন ভাবে তুলতে পারেন। মাত্র ০.৫$ হলেই টাকা তোলা যায়। পেমেন্ট অপশনে গিয়ে উইথড্র করার পর সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা পৌছে যাবে। সাধারনত কয়েক ঘন্টার মধ্যেই 2captcha টাকা দিয়ে দেয়। এখান থেকে ডলার এই সাইটের অন্য কারো অ্যাকাউন্টে পাঠানো যায়। পাঠানোর পর তার কাছ থেকে টাকা নিতে পারেন।

কিভাবে সাইনআপ করবেনঃ

অন্যান্য সাইটের থেকে এই সাইটে সাইন আপ করা খুব সহজ। প্রথমে নিচে দেওয়া আমার রেফার লিংকে প্রবেশ করেন। আর হ্যা কারো রেফারে অ্যাকাউন্ট খোলা ভাল। আমিও একজনের রেফারে সাইনআপ করেছিলাম। আপনি চাইলে গুগলে সার্চ দিয়েও সাইনআপ করতে পারেন।

আমার রেফারে 2captcha লিংকঃ

https://2captcha.com?from=10787263

রেফার ছাড়া 2captcha link :

https://2captcha.com/

এই লিংকে গেলে নিচের ছবির মত একটি পেজ আসবে।

2captcha থেকে ক্যাপচা পূরণ করে অনলাইনে আয় - FaraziTel

Email: এখানে আপনার একটি ইমেইল অ্যাকাউন্ট দিতে হবে। ইমেইলটি অবশ্যই ভেলিড হতে হবে।

Password: একটি শক্ত পাসওয়ার্ড বানিয়ে এখানে দিতে হবে। বর্ণ, সংখ্যা ও প্রতিক ব্যবহার করে পাসওয়ার্ড বানানো উচিৎ।

Repeat password: উপরে দেয়া ঐ একই পাসওয়ার্ড এখানেও দিতে হবে।

এবার নিচের ক্যাপচাটি পুরন করুন এবং সাবমিট বাটন চাপুন। এখন আপনার ইমেইলে একটি মেইল যাবে। সেখানে দেওয়া লিংকে ক্লিক করে 2captcha অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিন। কাজ শেষ, এবার লগইন করুন আর 2captcha থেকে ক্যাপচা টাইপ করে অনলাইনে আয় করুন।

Previous Post Next Post