আজ আমার দেখা সবথেকে ভাল একটি পিটিসি সাইটের কথা বলব। নেট দুনিয়ার লাখ লাখ সাইটের মধ্যে এটি অন্যতম এবং খুবই বিশ্বাসযোগ্য। সাইটটির নাম Adbtc. অন্যান্য সাইটের চেয়ে এখানে অনেক বেশি আয় করা যায় এবং ১০০% পেমেন্ট দেয়। আমি এখান থেকে পেমেন্ট পাওয়ার পর এই পোস্ট লিখছি। পুরো পোস্টটি পড়ে যদি ভাল লাগে তাহলে অ্যাকাউন্ট খুলে অ্যাড দেখে মোবাইল দিয়ে অনলাইনে আয় শুরু করতে পারেন।
adbtc কি?
adbtc একটি বিটকয়েন ভিত্তিক অনলাইন বিজ্ঞাপন নেটওয়ার্কিং সাইট বা ptc ( paid to click ) সাইট। অনলাইনের বিভিন্ন ব্যাবসায়ীগন অ্যাডর্ভারটাইজার হয়ে এই সাইটে তাদের পন্যের অ্যাডগুলো দেয় এবং আমরা দর্শক হয়ে সেগুলো দেখি। মানে এখানে বিজ্ঞাপন দেখে অনলাইন ইনকাম করতে হয়। এই অ্যাড দেখার বিনিময় আপনার ব্যালেন্সে কিছু সাতোশি জমা হবে (সাতোশি হল বিটকয়েনের ভগ্নাংশ)। তারপর ইনকামগুলো আপনার পারসোনাল অ্যাকাউন্টে তুলে নিতে পারেন।

adbtc আসলে কতটা বিশ্বস্ত এবং ঠিকভাবে পেমেন্ট করে কিনা তা জানতে adbtc legit or scam লিখে গুগলে সার্চ করে অথবা লিংকে ক্লিক করে রিভিউ দেখে নিতে পারেন।
আরও পড়ুনঃ
কিছু নিয়ম কানুন
অ্যাকাউন্ট খুলে কাজ করার আগে কিছু সহজ শর্তাবলী জেনে নিন। আসলে অনলাইনের যেখানেই কাজ করুন না কেন এই নিয়মগুলো মানতেই হয়। আপনি এই সাইটে একটির বেশি অ্যাকাউন্ট তৈরী করতে পারবেন না। অর্থাৎ আপনার মোবাইল ও ইন্টারনেট দিয়ে একের অধিক acc বানাতে পারবেন না। vpn / proxy ব্যবহার করে এখানে কাজ করা যাবেনা। যদি এগুলো করেন তাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এবার এই সাইটে নিবন্ধন করার নিয়ম বলতে চাই --
কিভাবে সাইনআপ করবেন?
কোন ওয়েবসাইটে কাজ করতে হলে সেই সাইটে রেজিষ্ট্রেশন করতে হয়। নিবন্ধন / সাইনআপ / রেজিষ্ট্রেশন এসব একই কথা। তো এই সাইটে সাইনআপ করতে নিচের দুটি লিংক থেকে যেকোন একটিতে ক্লিক করুন অথবা কপি করে গুগলে সার্চ করুন। ( প্রথমটি ডিরেক্ট লিংক আর দ্বিতীয় আমার রেফার লিংক দিয়েও অ্যাকাউন্ট করতে পারেন)
Direct link:
Raffer link:

এই লিংকে যাবার পর একটি ফর্ম পেজ আসবে। এখানে যে তথ্য চাওয়া হয়েছে তা সঠিকভাবে দিতে হবে।
এখানে দেওয়া ইমেইল ও তার পাসওয়ার্ড এবং এই সাইটের জন্য দেয়া পাসওয়ার্ড ও অন্যান্য তথ্য নোট করে রাখবেন এবং কাউকে শেয়ার করবেন না।
Email এর স্থানে আপনার পারসোনাল, ভ্যালিড এবং ভেরিফাইড একটি ইমেইল আইডি দিয়ে দিন। নিজের ইচ্ছামত যেকোন বর্ণ, সংখ্যা, প্রতীক দিয়েে একটি শক্ত পাসওয়ার্ড বানিয়ে Password এর জায়গায় দিয়ে দিন। Repet password এর জায়গায় ঐ একই পাসওয়ার্ড আবার দিন। তারপর ক্যাপচা পুরন করে সাইনআপ এ ক্লিক করুন। এবার আপনার ইমেইলে একটি মেইল পাঠানো হবে যাতে কনফার্মেশন লিংক থাকবে। সেই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিন। ভেরিফাইড হয়ে গেলে লগইন করে adbtc থেকে অনলাইনে আয় শুরু করতে পারেন।
পিটিসি সাইট adbtc থেকে অনলাইনে আয়
এই সাইট থেকে আয় করতে হলে add দেখতে হবে। প্রতিদিন এক থেকে দুই বার পাঁচ থেকে দশ মিনিট সময় দিতে হবে।
প্রথমে লগইন করে ডাশবোর্ডে যান। উপরের বাম কোনে মেনু থেকে surf add এ চাপুন। এরপর একটি ক্যাপচা আসবে, সেটা পূরণ করে সাবমিট চাপুন। এখন আপনার অ্যাড চলে আসবে, নিচের ওপেন বাটন চাপুন। নতুন ট্যাবে অ্যাডটি ওপেন হবে। এই ট্যাবটি মিনিমাইজ করে আগের ট্যাবে যান। দেখবেন সেকেন্ড কাউন্ট হচ্ছে। সাকসেস লেখা আসলে অটোমেটিক নতুন add আসবে। একইভাবে সবগুলো অ্যাড দেখুন। শেষ হলে আবার মেনু থেকে surf add এ ক্লিক করুন। এখানের অ্যাডগুলো ঠিক আগের নিয়মে দেখুন। একইভাবে video add গুলো দেখুন, যদিও ভিডিও সবসময় থাকে না। তারপর shortlink গুলো ভিজিট করতে পারেন।তবে এটা একটু ঝামেলার কাজ হলেও করলে বেশি আয় হবে। ব্যাস কাজ শেষ। আপনার ডিভাইস এর নেট গতি ভাল থাকলে অ্যাডগুলো দেখতে ৫ - ১০ মিনিট সময় লাগতে পারে।
আরও পড়ুনঃ
রেফার করে আয়
অনলাইনের অন্য সব সাইটের মত adbtc site থেকে রেফার করে আয় করা যায়। এখানে সাইনআপ করার সাথে সাথেই আপনার একটি রেফার লিংক তৈরী হবে। সেই লিংকটি সবার সাথে শেয়ার করতে হবে। এই লিংকের মাধ্যমে যারা অ্যাকাউন্ট করবে তারাই হবে আপনার রেফারার এবং তাদের আয়ের ২০% আপনি কমিশন হিসেবে পাবেন। যদি রেফার করতে না পারেন তাহলে কিনে নেয়ার ও সুযোগ রয়েছে। একবার কিনলে তারা সবসময় আপনার রেফার হয়ে থাকবে।
কিভাবে টাকা তুলবেনঃ
কাজ করলেন, ব্যালেন্সে টাকাও জমলো এখন টাকা তোলার কথা ভাবছেন। adbtc সাইট থেকে টাকা তোলা খুব সহজ। আপনার যেকোন বিটকয়েন ওয়ালেট এ তুলতে পারবেন যেমনঃ coinbase, payyer,faucetpay ইত্যাদি। তবে faucetpay ব্যাবহার করা অনেক ভাল।
প্রথমে adbtc site এ আপনার ওয়ালেট সেভ করতে হবে। যদি প্রাথমিকভাবে সেভ না হয় তাহলে তাদের সাইটে দেয়া মেইল অ্যাড্রেসে মেইল করলেই হবে। মেইলে faucetpay লেখার পর বিটকয়েন ঠিকানাটি লিখে পাঠাবেন। অল্প কিছু সময় পর আপনার address টি সেভ হয়ে যাবে। এখন withdraw অপশনে গিয়ে উইথড্রোতে ক্লিক করলেই ২৪ ঘন্টার মধ্যে আপনার ওয়ালেটে টাকা পৌছে যাবে।
আরও পড়ুনঃ
শেষ কথা
আজ এ পর্যন্ত। আবার আসব আগামী পোস্টে অনলাইনে আয় করার অন্য কোন ওয়েবসাইট নিয়ে। সবাই ভাল ঘাকুন। ধন্যবাদ।