আজকে অনলাইনের একটি বহুল আলোচিত সাইট sproutgigs থেকে অনলাইনে আয় নিয়ে কথা বলব। এটিকে ফ্রিল্যান্সিং সাইটও বলা যায়। এখানে ছোট ছোট কাজ করে অনলাইনে আয় করা যায়। সবথেকে মজার ব্যাপার হলো এখান থেকে আয় করতে আলাদাভাবে কোন কাজ শেখার দরকার নাই। আর কোন ধরা বাধা নিয়ম নাই, যত ইচ্ছা তত কাজ করতে পারবেন। এই সাইটের নাম Sproutgigs।অনলাইনে এরকম সাইট অনেক আছে, তবে আমার কাছে এই সাইটটি সবথেকে সেরা বলে মনে হয়। আসুন আগে সংক্ষেপে বিস্তারিত জানা যাক।


Sproutgigs কি? 

Sproutgigs একটি মাইক্রোব সাইট। এটার পূর্ব নাম ছিল picoworkers। সাধারণত এখানে খুব ছোট ছোট কাজ দেয়া থাকে। এই কাজগুলো করে তাদের কাছে কাজের প্রমাণ সাবমিট করতে হয়। কাজ সঠিক হলে বায়ার পেমেন্ট করে থাকে। বাংলাদেশ থেকে অনেক মানুষ এই সাইটে কাজ করছে। আমিও কাজ করছি এবং পেমেন্ট নিচ্ছি। আশা করি আপনিও দিনে ৩০০-৫০০ টাকা বা তারও বেশি এই মাইক্রোজব সাইট থেকে আয় করতে পারবেন।


Picoworkers থেকে অনলাইনে আয় - Farazitel
Picoworkers থেকে অনলাইনে আয় - Farazitel



গুগলে সার্চ করে অথবা এখান থেকে Picoworkers রিভিউ দেখে নিতে পারেন।

Sproutgigs এ কি ধরনের কাজ থাকে, রেট কত?

এখানে ছোট কাজ যেমন জিমেইল আইডি খোলা, কোন ওয়েবসাইটে সাইনআপ করা, ফেসবুক,ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি ফলো করা, ইউটিউব ভিডিও দেখা, সাবস্ক্রাইব করা, ওয়েবসাইট ভিজিট করা ইত্যাদি অনেক রকম ছোট ছোট কাজ পাওয়া যায়।এসব কাজের মূল্য ০.০২ ডলার থেকে ১.৫ ডলার পর্যন্ত হয়ে থাকে।

কাজ করার সময় যা যা থাকা প্রয়োজন

সাধারনত একটি মোবাইল ও তাতে ইন্টারনেট কানেকশন থাকলেই কাজ শুরু করা যায়। যেহেতু সব ওয়েবসাইটের ভাষা ইংরেজীতে হয় তাই অবশ্যই মোটামুটি ইংরেজী পড়ে তার অর্থ বুজতে জানতে হবে। অধিক পরিমাণে কাজ করতে হলে আরও কিছু জিনিস থাকা প্রয়োজন। ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, ইউটিউব, রেডইট ইত্যাদিতে অ্যাকাউন্ট থাকলে লাইক, ফলো,সাবস্ক্রাইব, কমেন্ট, আপভোট এসবের কাজ করতে পারবেন। Sproutgigs এ অনেক সাইন আপ ও জিমেইল তৈরীর কাজ থাকে।এই কাজ করতে হলে কিছু এক্সট্রা জিমেইল আইডি থাকতে হবে, সাইনআপ করা জানতে হবে এবং জিমেইল অ্যাকাউন্ট তৈরী করতে জানতে হবে। সাইনআপ বলতে এই সাইটে অ্যাকাউন্ট করার জন্য যেভাবে সাইনআপ করবেন সেটা জানলেই হবে। আর জিমেইল আইডি খোলা খুবই সহজ। যদি না পারেন তাহলে কিভাবে জিমেইল আইডি খুলতে হয় দেখে নিতে পারেন। শুধু এটুকু থাকলে বা জানলেই অল্প সময়ে মোবাইল দিয়ে মাইক্রোজব সাইট Picoworkers থেকে অনলাইনে আয় করতে পারবেন।

আরও পড়ুনঃ

ডাটাএন্ট্রি বা ক্যাপচা পুরন করে অনলাইনে আয়

সার্চ করে অনলাইনে আয়

starclicks থেকে অনলাইনে আয়

ছোট কাজ করে মাইক্রোজব সাইট থেকে অনলাইনে আয় করার নিয়ম?

এখানে কাজ করা মোটেই কঠিন না। তবুও নিয়ম বলতে যা যা করতে হয় তা হচ্ছে,

প্রথমে কাজটির পাশে থাকা কাজের সাকসেস রেট দেখে নিতে হবে। সাকসেস রেট যদি ৭৫% এর কম হয় তাহলে নতুনদের জন্য সে কাজ না করাই ভালো। আর দেখতে হবে কাজের পরিমান কত এবং কতটি কাজ বাকি আছে। এটি কাজের নিচে বা পাশেই দেয়া থাকে। কাজ করার জন্য সর্বনিম্ন ২০টি কাজ বাকি আছে এমন কাজ বেছে নিতে হবে।

এবার কাজটির উপর ক্লিক করলে নতুন একটি পেজ আসবে। পেজটিতে যা বলা থাকবে তা সুন্দরভাবে পড়তে হবেঃ

শুরুতেই কাজের বর্ননা দেওয়া থাকবে মানে কাজটি কিভাবে করতে হবে তা লেখা থাকবে। যেভাবে বলা থাকবে কাজটি সেভাবেই করতে হবে।

পরের ধাপে কাজের রিকোয়ারমেন্ট থাকবে মানে কাজটি করা হলে প্রমাণ হিসেবে কোন কোন তথ্য সাবমিট করতে হবে তা এখানে লেখা থাকবে।

শেষে যে তথ্যগুলো সাবমিট করতে হবে সেগুলো দেওয়ার অপশন থাকবে। যা চেয়েছে সবগুলো তথ্য দেওয়া হলে নিচের ডানপাশে লেখা সাবমিট বাটনে ক্লিক করলেই সাবমিট হয়ে যাবে। যদি কাজ সঠিক হয় তাহলে দুএক দিনের মধ্যে বায়ার পেমেন্ট করে দেবে।আর যদি ভুল হয় তবে নটসেটিসফাইড করবে তখন এই কাজের জন্য পেমেন্ট পাবেন না।

আরও পড়ুনঃ

পিটিসি সাইট থেকে অনলাইনে আয়

paidverts পিটিসি সাইট থেকে আয়

adbtc থেকে অনলাইনে আয় 

কাজ করিয়ে অনলাইনে আয়

এখান থেকে কাজ করে যেমন আয় করা যায় তেমনি কাজ করিয়ে নিয়েও আয় করা যায়। আপনার যদি কোন ব্লগ সাইট ইউটিউব চ্যানেল থাকে এবং এগুলো দিয়ে আয় করছেন বা করতে চান তাহলে ব্লগের জন্য ভিজিটর ও ইউটিউবের জন্য ভিউয়ার বা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এই সাইটে কাজ আপলোড করতে পারেন। আপনি এমন কোন সাইটে কাজ করেন যেখানে রেফার করার জন্য টাকা দেয় তবে সেই সাইটের রেফার লিংক দিয়ে সাইনআপ করার জন্য কাজ দিতে পারেন। pico - তে কাজ দিতে যা খরচ হবে তার থেকে কয়েক গুন বেশি টাকা ইনকাম হবে ঐসব সাইটে। তাছাড়া এই কাজ করানোর জন্য খরচ হওয়া টাকা পকেট থেকে না দিলেও চলবে। pico - তে কাজ করে আপনি যা ইনকাম করবেন সেই ব্যালেন্স থেকেও দিতে পারবেন।

রেফার থেকে আয়

অনলাইনের প্রায় সব আর্নিং সাইটে রেফার প্রোগ্রামটি থাকে। এই সাইটও তার ব্যতিক্রম নয়। এখানে রেফারেলের আয়ের ৫% হারে রেফারকারীকে কমিশন দেয়া হয়। উদাহরনঃ যদি ১০০ জন রেফারেল করা যায় আর প্রত্যেকে দৈনিক ১$ করে আয় করে তবে মোট রেফারেল আয় হবে ১০০$। এবং রেফারকারী পাবে ১০০ এর ৫% মানে ৫$। এই কমিশন পেতে সাইটে সবসময় কাজ করাই লাগবে এরকম কোন শর্ত নেই। শুধু রেফারেল থাকলেই ইনকাম হবে। আর আপনি কাজ করে যে টাকা ইনকাম করবেন তা তো থাকছেই।

রেফার লিংকটি পেতে উপরের ডান কোনায়  মেনু থেকে my account এ যান। সেখান থেকে promotion/affiliate ক্লিক করুন। এই পেজে লিংকটি পেয়ে যাবেন। যদি না পান তবে create link এ ক্লিক করলেই আপনার রেফার লিংক তৈরী হবে। সেখান থেকে কপি করে নিন এবং বন্ধু, ফ্যামিলি, সোশাল মিডিয়া, ব্লগ, ইউটিউব ইত্যাদিতে শেয়ার করুন।

Sproutgigs এর শর্তাবলিঃ

অনলাইনের সব ওয়েবসাইটে তাদের নিজঃস্ব কিছু নিয়ম নিতি থাকে। এই সাইটে কাজ করতে হলে তদের কিছু শর্ত মানতে হবে। যেমনঃ

এখানে এক ব্যাক্তির জন্য একটি অ্যাকাউন্ট বৈধ। কোন ভাবেই একের অধিক অ্যাকাউন্ট খোলা যাবেনা। অর্থাৎ একটি ডিভাইস (mobile/computer/laptop) এবং একটি নেটওয়ার্ক (sim data/wifi) দিয়ে একাধিক acc খুললে বা কাজ করলে সব acc বন্ধ করে দেয়া হবে।

vpn / proxy ব্যবহার করে কাজ করা যাবে না।

কাজের প্রুফ দেয়ার সময় একই proof বারবার দেয়া যাবেনা। যদি একাধিক কাজের প্রুফ একই হয় তবে প্রুফের আগে ও পরে কিছু লিখে দিতে হবে।

কাজ না করে সাবমিট করা বা ফেইক প্রুফ সাবমিট করা যাবে না।

নট সেটিসফাইড কাজের পরিমান বেশি হওয়া যাবেনা। তাই "কাজটি নাও হতে পারে" এরকম সন্দেহের কাজ বাদ দেওয়াই ভাল।

আরও পড়ুনঃ

সার্চ করে অনলাইনে আয়

পেমেন্ট পদ্ধতিঃ 

আয়কৃত ব্যালেন্স যখন ৫.৭৫ ডলার হবে তখনই এখান থেকে উইথড্র দেওয়া যাবে। পিকোওয়ার্কারস এ তিনটি পেমেন্ট সিস্টেম সাপোর্ট করে। এগুলো হলঃ

১। Litecoin: এটি একটি ক্রিপ্টোকারেন্সি। আয় করা ডলার litecoin হিসেবে ব্যাক্তিগত ওয়ালেটে পাঠানো হয়। এরকম ওয়ালেট অনেক আছে যেমন, litecoin, faucetpay, payeer, coinbase ইত্যাদি। এই ওয়ালেট থেকে ব্যাংক বা অন্য উপায়ে টাকা পকেটে আনা যায়।

২। Banktransfer: অনলাইন সাপোর্ট করা যেকোন ব্যাংকের মাধ্যমে টাকা তোলা যায়।

৩। skrill: এটি একটি বিশ্বস্ত অনলাইন ওয়ালেট। স্ক্রিল এর মাধ্যমে খুব সহজে টাকা পকেটে আনা যায়।

অ্যাকাউন্ট খোলার নিয়মঃ

উপরের বিষয়গুলো পড়ে যদি ভাললাগে তাহলে এখনই সাইনআপ করে কাজ শুরু করুন। signup করার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।

Direct link:

https://picoworkers.com/

My reffar link:

https://picoworkers.com/?a=52590dea

এই লিংকে যাবার পর নিচের স্ক্রিনশটের মত একটি পেজ আসবে। সঠিকভাবে পেজটি ফিলআপ করতে হবে।

Sproutgigs signup page

Real name: এখানে আপনার আসল নাম (অবশ্যই পাসপোর্ট বা জাতীয় আইডি কার্ড অনুযায়ী ) দিতে হবে।

Email: এখানে একটি ভেলিড ও পারসোনাল জিমেইল আইডি দিতে হবে।

Password: ছোট হাত, বড় হাত, অংক ও প্রতিক মিলিয়ে একটি শক্তিশালী পাসওয়ার্ড বানিয়ে দিতে হবে। এবং ভুলে যাবার সন্দেহ থাকলে নোটখাতায় লিখে রাখতে হবে।

confirmed password : উপরের দেওয়া পাসওয়ার্ড পুনরায় এখানে দিতে হবে।

nickname: এখানে একটি নাম লিখে দিন। এটা হবে এই সাইটের জন্য আপনার ডাকনাম।

country: এখানে আপনার দেশ সিলেক্ট করে দিতে হবে।

select your profile type: এখানে i am worker এ টিক দিন।

এবার নিচের terms of services এ টিক দিয়ে সাবমিট বাটন চাপুন।

এখন আপনার ইমেইলে একটি confirmation মেইল পাঠানো হবে। তাই মেইলে গিয়ে ভেরিফাই লিংকে ক্লিক করলেই অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। এবার লগইন করুন আর কাজ শুরু করে দিন।

শেষ কথাঃ

অল্পতে অনেক কিছু লিখলাম। আরও অনেক অপসন আছে যেগুলো বলার দরকার নাই নিজ থেকেই বোঝা যাবে। তবুও কিছু জানার থাকলে কমেন্ট করুন অথবা ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন।

Like my facebook page: 

https://m.facebook.com/farazitel203

Previous Post Next Post