আজকে একটি পিটিসি সাইট নিয়ে বলব যেখান থেকে বিজ্ঞাপন দেখে অনলাইনে আয় করা যায়। আপনি যদি শুধু বিজ্ঞাপন দেখে অনলাইনে আয় করতে আগ্রহী হন, তবে Starclicks আপনার জন্য উপযুক্ত। যদিও প্রচুর সাইট রয়েছে যার মাধ্যমে আপনি বিজ্ঞাপন দেখে আয় করতে পারেন। আবার অনেক সাইট আছে যেগুলো ভুয়া/scam, পেমেন্ট দেয় না। তবে Starclicks সব থেকে ভাল, কারণ এটি একটি নির্ভরযোগ্য সাইট এবং অর্থ প্রদানে 100% সুরক্ষিত। এটি অন্যান্য সাইটগুলো থেকে সবচেয়ে বেশি অর্থ প্রদান করে থাকে।

আপনি গুগলে গিয়ে সার্চ করে অথবা এখানে ক্লিক করে starclicks legit or scam দেখতে পারেন সাইটটি ভাল না খারাপ।


Starclicks কি?

Starclick একটি ptc (paid to click) ওয়েবসাইট। সাইটটি easy losic UK দ্বারা পরিচালিত হয়। এটি একটি অনলাইন বিজ্ঞাপন নেটওয়ার্ক ওয়েবসাইট। আপনি Starclick ব্যবহার করে খুব সহজেই অনলাইনে আয় করতে পারেন। এই ওয়েবসাইটটি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং গ্রাহকদের নিয়মিত পেমেন্ট করে নিজের খ্যাতি অর্জন করেছে।


Starclicks থেকে অনলাইনে আয়-FaraziTel



আরও পড়ুনঃ

adbtc সাইট থেকে অনলাইনে আয়

coinpayu থেকে অনলাইনে আয়

Startclicks এর কিছু নিয়ম কানুনঃ

অনলাইন জগতের ছোট থেকে বড় যে কোন সাইটে কাজ করে অনলাইনে আয় করতে হলে সেই সাইটের কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। সব সাইটের নিয়ম প্রায় একই রকম। এই সাইটের জন্য

দুই বা ততোধিক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। প্রথম অ্যাকাউন্ট তৈরী করতে যেসব জিনিস ব্যবহার করেছেন সেগুলো দিয়ে অপর একটি অ্যাকাউন্ট খোলা সম্পূর্নরুপে নিষেধ। যেমন, একটি ডিভাইস, একটি সিম, একটি ডাটা কানেকশন ( সিম বা wifi)। কাজ করার সময় ভিপিএন বা প্রক্সি ব্যবহার করা যাবে না।

আরও পড়ুনঃ

ojooo থেকে অনলাইনে আয়

paidverts থেকে অনলাইনে আয়


Starclicks থেকে অনলাইনে আয়ঃ

add দেখেঃ লগইন করার পর মেনুতে যেখানে ppc add লেখা আছে সেখানে ক্লিক করুন। এখানে প্রতিদিন ১০-১২ টি অ্যাড পাবেন। একটি অ্যাডে ক্লিক করে কয়েক সেকেন্ড ওয়েট করুন। full load হয়ে গেলে back এ আসুুন। এভাবে সবগুলো অ্যাড দেখুন। প্রতি অ্যাডে ০.০১$ আয় করতে পারবেন। যা অন্য সাইটগুলো থেকে অনেক বেশি। তাহলে প্রতিদিন ০.১০-০.১২$ ইনভেস্ট বা আপগ্রেড ছাড়াই আয় করতে পারবেন। তাও আবার ৫-১০ মিনিটে।


অনলাইনে আয়, starclicks

Refarral থেকেঃ আপনি যত খুশিতত রেফার করে আয় করতে পারেন। মেনু থেকেল refer এ চাপুন। এখান থেকে আপনার রেফারেল লিংক কপি করে বন্ধুদের শেয়ার করুন। যারা এই লিংক থেকে signup করবে তারাই আপনার রেফার হবে। প্রতি রেফারে ০.০৮$ করে পাবেন।

Account আপগ্রেড করেঃ আপনি starclicks এ তিন ধরনের মেম্বারশিপ হতে পারেন। এই আপগ্রেড পেতে হলে আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হবে। আপনি চাইলে পকেটের টাকা ব্যবহার করতে পারেন আবার চাইলে এই সাইট থেকে আয় করা টাকা দিয়ে আপগ্রেড কিনতে পারবেন।

১। Silver: আপনি যখন সাইনআপ করবেন তখন এই মেম্বারশিপে থাকবেন। এতে দৈনিক আয় করতে পারবেন ০.১১$।

২। Gold: আপনি ১৯.৯৯$ খরচ করে গোল্ড মেম্বারশিপে আপগ্রেড হতে পারেন। তখন দৈনিক আয় হবে ৫$।

৩। Platinum: আপনি যদি এই ধাপে আপগ্রেড হতে চান তাহলে আপনাকে ৪৯.৯৯$ খরচ করতে হবে। তাহলে আপনার দৈনিক আয় হবে ৭$।

আরও পড়ুনঃ

ছোট কাজ করে অনলাইনে আয়

ডাটাএন্ট্রি করে অনলাইনে আয়

সার্চ করে অনলাইনে আয়


কিভাবে withdraw করবেনঃ

starclicks সাইট থেকে বিভিন্ন উপায়ে টাকা তোলা যায়।

১। Paypal: আপনার পেপাল ওয়ালেট থাকলে সেখানে টাকা আনতে পারেন। তবে বাংলাদেশে এখনও পেপাল অনুমোদিত নয়।

২। Bitcoin: আপনার কোন ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট থাকলে সেখানে starclicks এর টাকা বিটকয়েন হিসেবে আনতে পারেন। উইথড্র করার জন্য ( বাংলাদেশের) এটাই সবচেয়ে ভাল উপায়।

৩। Bank transfer:IBAN ছাড়া অন্য কোন ব্যাংক starclicks সাপোর্ট করে না।

৪। Western Union: আপনি এই পদ্ধতিতেও টাকা তুলতে পারেন।

প্রথমে সেটিং থেকে বিটকয়েন অ্যাড্রেস সেট করে নিন। তারপর payout এ গিয়ে bitcoin সিলেক্ট করে amount এ ৫০$দিয়ে withdraw ক্লিক করুন।

কিভাবে signup/register করবেনঃ

প্রথমে নিচের দুটি লিংক থেকে যেকোন একটাতে ক্লিক করুন। আমার রেফার হলে দুই নম্বর লিংকে, আর না হতে চাইলে প্রথম লিংকে যাবেন।

Direct link:

http://www.star-clicks.com

My referral link:

http://www.star-clicks.com/publishers?ref

উপরে লিংকে যাবার পর starclicks হোমপেজ আসবে। এখন উপরের ডান কোনায় মেনু থেকে signup চাপুন। নিচের ছবির মত পেজ আসবে। যেহেতু আমরা অনলাইনে আয় করতে চাই, তাই এখান থেকে pulisher চাপুন।:

Startclicks signup

এরপর আপনার সামনে নিচের ছবির মত একটি সাইনআপ ফর্ম আসবে। ফর্মটি নিচের নিয়মে সঠিক তথ্য দিয়ে পূরন করুন। ( বোঝার সুবিধার জন্য ফর্মের ছবিটি কয়েক খন্ডে ভাগ করে দিয়েছি।)

Startclicks signup page

১। Personal information: এখানে সকল তথ্য আপনার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট এ যেরকম আছে ঠিক সেইরকম দিতে হবে। প্রথমে নামের প্রথম অংশ, দ্বিতীয় অংশ, জন্ম তারিখ, পোস্টাল ঠিকানা, শহর, দেশ, পোস্টকোড সবগুলো পরিচয়পত্র বা পাসপোর্ট এ যা আছে তাই দিবেন। phone number এর জায়গায় আপনার টেলিফোন নম্বর দিবেন। আর Mobile number এর জায়গায় আপনার পারসোনাল নম্বরটি দিবেন।

Startclicks signup page 2

২। Sign in information: এখানে আপনার অ্যাকটিভ এবং ভেলিড একটি ইমেইল দিন। conform email এ একই ইমেইল আবার দিন। পরের ধাপে একটা পাসওয়ার্ড দিন। অবশ্যই ছোটহাত, বড়হাত ও অংক মিলিয়ে শক্তিশালী পাসওয়ার্ড দিবেন। একই পাসওয়ার্ড আবার দিন।

Startclicks signup page 3

৩। Account security: এখানে প্রথমে একটি security question সিলেক্ট করুন এবং পরে তার উত্তর টাইপ করে দিন। (note: starclicks এ ব্যবহার করা ইমেইল, পাসওয়ার্ড, security question এবং answer এসবকিছু নোটে লিখে রাখবেন)।

এরপর where did you find us অপশনে friend & family সিলেক্ট করুন। পরের ধাপে এই ৮ অংকের কোডটি (51128844) বসিয়ে দিন।

নিচে একটা ক্যাপচা থাকবে। ক্যাপচাটি টাইপ করুন। পরে I conform এ টিক দিয়ে Register এ ক্লিক করুন।

এবার আপনার ইমেইলে একটা মেইল যাবে। জিমেইল অ্যাপে গিয়ে মেইলে পাঠানো লিংকে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে নিন। তারপর লগইন করুন।

লগইন করার পর মেনু থেকে verification এ গিয়ে mobile number ভেরিফাই করে নিন। ব্যাস আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এবার অ্যাড দেখুন আর অনলাইনে আয় করুন।

Previous Post Next Post